ভয়ঙ্কর ধোঁয়াশায় ঢাকল দিল্লির আকাশ, স্কুল বন্ধের ভাবনা কেজরির

Updated By: Nov 7, 2017, 03:39 PM IST
ভয়ঙ্কর ধোঁয়াশায় ঢাকল দিল্লির আকাশ, স্কুল বন্ধের ভাবনা কেজরির

নিজস্ব প্রতিবেদন: সব চেষ্টা ফেল, ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেল দিল্লির দূষণ। প্রতি বছরের মতো এবারও দিল্লির বাতাসে ধোঁয়া ও কুয়াশা মিলে তৈরি হয়েছে বিষাক্ত ধোঁয়াশা বা স্মগ। ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশন দূষণ আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বলে ঘোষণা করেছে।
দিল্লির দূষণ নিয়ে উদ্বিঘ্ন মার্কিন দূতাবাসও। দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, দিল্লির বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ সহনমাত্রার দ্বিগুণে পৌঁছেছে। দূষণ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। ট্যুইটারে তিনি মন্তব্য করেছেন, ‘প্রতিবছর এই সময়টা দিল্লি এক মাস গ্যাস চেম্বারে পরিণত হয়। দূষণের কথা মাথায় রেখে আমি মণীষ সিসোদিয়া ও রাজ্যের শিক্ষামন্ত্রীকে বলেছি কিছুদিনের জন্য স্কুল বন্ধ রাখা ‌যায় কিনা ভেবে দেখতে।’
উল্লেখ্য, ২০১৪ সালে হু দিল্লিকে দুনিয়ার সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে চিহ্নিত করে। দিল্লির দূষণের পরিমাণ বেইজিংয়ের থেকেও বেশি বলে প্রকাশ পায় সমীক্ষায়। একথা মাথায় রেখেই গত বছর দিল্লিতে গাড়ির ক্ষেত্রে জোড়-বিজোড় ফর্মুলা চালু করেছিলেন কেজরিওয়াল।
আগামী ১৯ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে হাফ ম্যারাথন। তার আগে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ইভেন্ট বাতিল করতে বলেছে। সংস্থার দাবি, পরিস্থিতি যা তাতে ‌ওই দূষণের মধ্যে দৌড়লে হৃদরোগে আক্রান্ত হতে পারেন প্রতিযোগীরা। হতে পারে ফুসফুসের সমস্যাও।
আরও পড়ুন-পুলওয়ামায় সেনা বাহিনীর গুলিতে নিকেশ জইশ প্রধান মাসুদ আজাহারের ভাইপো

 

.