I-Day: বিক্ষোভের শঙ্কায় স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় দেওয়াল তুলছে পুলিস
২৬ জানুয়ারি (Republic Day) রাজধানীতে কৃষক বিক্ষোভের অভিজ্ঞতার পর স্বাধীনতা দিবসে কোনও ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিস (Delhi Police)।
নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসে কৃষক বিক্ষোভের আঁচ পৌঁছে গিয়েছিল লালকেল্লায়। উড়েছিল নিশান সাহিব। স্বাধীনতা দিবসে (Independence Day) তেমন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চাইছে দিল্লির প্রশাসন। সেজন্য লালকেল্লাকে ঘিরে ফেলা হচ্ছে কড়া নিরাপত্তা। মূল প্রবেশপথের সামনে গড়ে তোলা হচ্ছে শিপিং কন্টেনারের দেওয়াল।
২৬ জানুয়ারি রাজধানীতে কৃষক বিক্ষোভের অভিজ্ঞতার পর আগামী ১৫ অগাস্ট (Independence Day) কোনও ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিস। এর পাশাপাশি জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক ড্রোন হামলার ঘটনাও মাথায় রাখা হচ্ছে। সে কারণে লালকেল্লার বাইরে শিপিং কন্টেনার দিয়ে দেওয়াল গড়ছে প্রশাসন। এর ফলে চাঁদনি চক থেকে লালকেল্লায় ভিতরে কী চলছে, তা দেখা যাবে না। স্বাধীনতা দিবসের আগে কন্টেনারগুলি 'দেওয়ালচিত্র' দিয়ে সাজিয়ে দেওয়া হবে বলে দিল্লি পুলিস সূত্রে খবর।
চলতি বছর প্রজাতন্ত্র দিবসে তিন কৃষি বিলের বিরোধিতায় রাজধানীতে ট্রাক্টর মিছিল করেন বিক্ষোভকারী কৃষকরা। পুলিসের সঙ্গে শুরু হয় কৃষকদের সংঘর্ষ। লালকেল্লায় ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় পুলিসের ৩০টি গাড়ি। ৩৯৪ জন পুলিস আধিকারিক জখম হন। লালকেল্লার সামনে নিশান সাহিব উড়িয়ে দেন কৃষকরা। তা নিয়ে বিতর্কও হয়েছিল।
আরও পড়ুন- Tripura: দেবাংশুদের উপরে 'হামলা', বিজেপিকে 'ফ্যাসিস্ট' বলে তৃণমূলের পাশে CPM