চন্দ্রযান ২: ভিডিয়োয় দেখুন কীভাবে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম?

আর কিছুক্ষণের অপেক্ষা। 

Updated By: Sep 7, 2019, 01:09 AM IST
চন্দ্রযান ২: ভিডিয়োয় দেখুন কীভাবে চাঁদের মাটিতে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম?

নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণ। তারপরই ইতিহাস তৈরি করবে ভারতের ইসরো। সমগ্র দেশবাসীর নজর এখন চাঁদে। রাত ১টা ৫৩ মিনিটে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ২-এর বিক্রম ল্যান্ডার। ইসরোর সেন্টারে গোটা অভিযানের সাক্ষী থাকবেন খোদ নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরু।                 

কিন্তু কীভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে ল্যান্ডার বিক্রম? তা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরেছে ইসরো।   

ঐতিহাসিক মুহূর্তের আগে ইসরো টুইট করে জানিয়েছে, 'হাতে ৪ ঘণ্টারও কম সময়। ঐতিহাসিক অবতরণের জন্য আমরা তৈরি।'

                       
এদিন ইসরো সেন্টারে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

চতুর্থ দেশ হিসাবে চাঁদে পা রাখতে চলেছে ভারত। আর প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে ল্যান্ডার বিক্রম। ভারতের, দ্বিতীয় চন্দ্রাভিযান সম্পূর্ণ হলে, খুলে যাবে মহাকাশ-গবেষণার
নতুন দিগন্ত। চাঁদের কক্ষপথে ঘুরতে ঘুরতে চন্দ্রযান ১ চাঁদে জলের অস্তিত্ব সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দেয়। চন্দ্রযান ২-এর লক্ষ্য চাঁদে অবতরণ, ফলে এবারের মিশন অনেক বেশি কঠিন। বলে রাখি, ২০২২ সালে মহাকাশে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েছে ইসরো। সেই গগনযানের প্রস্তুতি হিসাবে এই দ্বিতীয় চন্দ্রাভিযান, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ৭ সেপ্টেম্বর যখন চাঁদের দক্ষিণ মেরুতে নামবে রোভার প্রজ্ঞান তখন সেখানে সবে সূর্যোদয় হচ্ছে। পৃথিবী হিসাবে ১৪ দিন ধরে দিনের আলোয় কাজ করবে সৌরশক্তিচালিত প্রজ্ঞান। এর আগে চাঁদের নিরক্ষীয় অঞ্চলেই সবাই নেমেছে। ভারতই প্রথম ছোঁবে দক্ষিণ মেরু।

ইসরোর প্রধান কে শিবন জানিয়েছেন, এটা অত্যন্ত জটিল প্রক্রিয়া। প্রথমবার এমন কোনও চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে ইসরো। শেষ ১৫ মিনিট হবে ভয়ঙ্কর মুহূর্ত।

আরও পড়ুন- "শেষ ১৫ মিনিটই হবে সবচেয়ে রুদ্ধশ্বাস": ডঃ কে শিবন

.