ট্যাক্সি ড্রাইভারের জন ধন অ্যাকাউন্টে আচমকাই জমা পড়ল ৯ হাজার কোটি
পাঞ্জাবের ট্যাক্সি ড্রাইভার বলবিন্দর সিংয়ের জন ধন অ্যাকাউন্টে আচমকাই জমা পড়ল ৯৮,০৫,৯৫,১২,৩২১ টাকা। সংখ্যাটা দেখে প্রথমে বিশ্বাসই হয়নি। গুনতে গিয়েও প্রায় নাকানি চুবানি খেয়েছেন বলবিন্দর। মোবাইলে আসা টেক্সট ম্যাসেজ দেখে কিছুতেই বুঝতে পারছেন না, এমনটা কীভাবে ঘটল! ৩০০০ টাকার বেশি কোনও দিনই যে অ্যাকাউন্টে জমা থাকেনি, সেখানে ৯ হাজার কোটি টাকা জমা পড়ল! একেবারেই খুশি হননি বলবিন্দর, উল্টে মাথায় যেন আকাশ ভাঙার মত অবস্থা। এই বুঝি ইনকাম ট্যাক্সের হানা! জেল! নানান দুঃশ্চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভারের। আরও পড়ুন- কয়েন কথা
ওয়েব ডেস্ক: পাঞ্জাবের ট্যাক্সি ড্রাইভার বলবিন্দর সিংয়ের জন ধন অ্যাকাউন্টে আচমকাই জমা পড়ল ৯৮,০৫,৯৫,১২,৩২১ টাকা। সংখ্যাটা দেখে প্রথমে বিশ্বাসই হয়নি। গুনতে গিয়েও প্রায় নাকানি চুবানি খেয়েছেন বলবিন্দর। মোবাইলে আসা টেক্সট ম্যাসেজ দেখে কিছুতেই বুঝতে পারছেন না, এমনটা কীভাবে ঘটল! ৩০০০ টাকার বেশি কোনও দিনই যে অ্যাকাউন্টে জমা থাকেনি, সেখানে ৯ হাজার কোটি টাকা জমা পড়ল! একেবারেই খুশি হননি বলবিন্দর, উল্টে মাথায় যেন আকাশ ভাঙার মত অবস্থা। এই বুঝি ইনকাম ট্যাক্সের হানা! জেল! নানান দুঃশ্চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে পাঞ্জাবি ট্যাক্সি ড্রাইভারের। আরও পড়ুন- কয়েন কথা
তড়িঘড়ি পাসবুক নিয়ে ব্যাঙ্কে গিয়ে হাজির বলবিন্দর সিং। কথা বলেন ব্যঙ্ক ম্যানেজারের সঙ্গে। এরপরই গোটা ঘটনা খোলসা হয়ে যায়। ব্যাঙ্কের কর্মীর ছোট্ট ভুলেই এই কাণ্ড হয়। কর্মরত ব্যাঙ্ক কর্মী ২০০ ক্রেডিট এন্ট্রি করতে গিয়ে ব্যাঙ্কেরই ১১ ডিজিটের লেজার অ্যাকাউন্ট টাইপ করেন, এতেই হয় বিপদ! পরে গোটা পাস বুক আপডেট করিয়ে ভুল সংশোধন করে দেওয়া হয় ব্যাঙ্কের তরফ থেকেই। চিন্তামুক্ত হন ট্যাক্সি ড্রাইভার বলবিন্দর সিং। আরও পড়ুন- 'মাথা মুড়িয়ে' মোদীকে 'হুমকি' দিলেন এই ব্যক্তি!