সমকামিতা এক নষ্ট নেশা: রামদেব

সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানালেন বাবা রামদেব। তাঁর কাছে সমকামিতা এক খারাপ নেশা। তবে তা থেকে মুক্তি পাওয়ার উপায় তিনি বাতলে দিতে পারেন বলেও আশ্বাস দিয়েছেন বাবা। এ দিন নিজের আশ্রমে গে কমিউনিটির মানুষদের ডেকে সাংবাদিক সম্মেলন করে রামদেব বলেন, "আমি আশ্বাস দিচ্ছি। আমার কাছে এলে সমকামিতার নেশা কাটিয়ে দেব। এটা বংশগত রোগ নয়। যদি আমাদের অভিভাবকরা সমকামী হতেন, তাহলে আমাদের জন্ম হত না। তাই এটা অস্বাভাবিক। এটা শুধু একটা খারাপ নেশা।"

Updated By: Dec 11, 2013, 08:48 PM IST

সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের রায়কে স্বাগত জানালেন বাবা রামদেব। তাঁর কাছে সমকামিতা এক খারাপ নেশা। তবে তা থেকে মুক্তি পাওয়ার উপায় তিনি বাতলে দিতে পারেন বলেও আশ্বাস দিয়েছেন বাবা। এ দিন নিজের আশ্রমে গে কমিউনিটির মানুষদের ডেকে সাংবাদিক সম্মেলন করে রামদেব বলেন, "আমি আশ্বাস দিচ্ছি। আমার কাছে এলে সমকামিতার নেশা কাটিয়ে দেব। এটা বংশগত রোগ নয়। যদি আমাদের অভিভাবকরা সমকামী হতেন, তাহলে আমাদের জন্ম হত না। তাই এটা অস্বাভাবিক। এটা শুধু একটা খারাপ নেশা।"

বিজ্ঞান, অর্থনীতির মতো ক্ষেত্রে সমকামী মানুষদের অবদান নিয়েও প্রশ্ন তুলেছেন রামদেব। এমনকী, সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকরাও কেউ যাতে সমকামী না হব তার জন্যও প্রার্থনা করেছেন তিনি। তবে রামদেব স্বাগত জানালেও শীর্ষ আদালতের রায়ের সমালোচনা করেছেন বৃন্দা কারাত। সমকামীদের পাশে দাঁড়িয়েছে কলকাতার বুদ্ধিজীবী মহল, গোটা বলিউড।

বুধবারই ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আগালত।

.