ধৃত লিয়াকত শাহের পরিচয় তদন্তে এনআইএ

আত্মসমর্পণ না নাশকতা। কোন উদ্দেশ্য নিয়ে ভারতে ফিরেছিল হিজবুল জঙ্গি সৈয়দ লিয়াকত শাহ? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। লিয়াকত শাহকে নিয়ে দিল্লি পুলিস এবং জম্মু-কাশ্মীর পুলিসের সম্পূর্ণ বিপরীত দাবি সামনে আসার পরেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।

Updated By: Mar 25, 2013, 09:17 PM IST

আত্মসমর্পণ না নাশকতা। কোন উদ্দেশ্য নিয়ে ভারতে ফিরেছিল হিজবুল জঙ্গি সৈয়দ লিয়াকত শাহ? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। লিয়াকত শাহকে নিয়ে দিল্লি পুলিস এবং জম্মু-কাশ্মীর পুলিসের সম্পূর্ণ বিপরীত দাবি সামনে আসার পরেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।
নেপাল সীমান্ত থেকে ভারতে ঢোকার পর ২০ মার্চ লিয়াকত শাহকে গ্রেফতার করে দিল্লি পুলিসের বিশেষ সেল। তাদের দাবি,
দিল্লি পুলিসের দাবি
হোলির সময় দিল্লিতে নাশকতা চালানোর উদ্দেশ্যেই ভারতে ফিরেছিল লিয়াকত
 
জেরার মুখে নিজের উদ্দেশ্যের কথা স্বীকারও করেছে লিয়াকত
 
লিয়াকত পাক অধিকৃত কাশ্মীরের হিজবুল ক্যাম্পে প্রশিক্ষিত জঙ্গি 
 
কেন্দ্রীয় গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতেই লিয়াকতকে গ্রেফতার করা হয়
 
পাক অধিকৃত কাশ্মীরে হিজবুল কমান্ডারের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল সে
 
লিয়াকতের কাছ থেকে হিজবুল কমান্ডার এবং একাধিক জঙ্গি নেতার পরিচয় জানা গেছে
দিল্লি পুলিসের দাবি, লিয়াকতের তথ্যের ভিত্তিতেই, জামা মসজিদ এলাকায় একটি গেস্ট হাউসের ঘর থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিস্ফোরক। পুলিসের সন্দেহ, তার সঙ্গীরা এখনও দিল্লিতে রয়েছে । তেমনই এক সন্দেহভাজনের স্কেচও প্রকাশ করা হয়েছে।
লিয়াকতের পরিবারের দাবি ঠিক এর বিপরীত। যাকে সমর্থন করেছে জম্মু-কাশ্মীর পুলিসও।
জম্মু-কাশ্মীর পুলিসের দাবি
জম্মু-কাশ্মীর সরকারের আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিয়েই ভারতে ফিরেছিল লিয়াকত
 
দুহাজার এগারোর পাঁচই ফেব্রুয়ারি আত্মসমর্পণে ইচ্ছুকের তালিকায় লিয়াকতের নাম লেখায় তার পরিবার
 
কুপওয়ারা পুলিসের খাতায় আত্মসমর্পণে ইচ্ছুক হিসেবে চুয়াত্তর নম্বরে নাম রয়েছে লিয়াকতের
 
জম্মু-কাশ্মীর পুলিসের সঙ্গে সমঝোতা অনুসারেই লিয়াকত নেপাল সীমান্ত দিয়ে ভারতে ঢোকে
 
লিয়াকত নেপাল সীমান্তে সানৌলি চৌকিতে সশস্ত্র সীমা বলের কাছে আত্মসমর্পণ করেছিল  
এরপর লিয়াকত কীভাবে দিল্লি পুলিসের হাতে পড়ল তার জবাব দিতে পারেনি, জম্মু-কাশ্মীর পুলিস। সত্য উদঘাটনের জন্য ঘটনার তদন্তভার এনআইর হাতে দেওয়ার অনুরোধ করেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সোমবার সেই অনুরোধ মেনে নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গ্রেফতারের দিন থেকেই কুপওয়ারার বাসিন্দা লিয়াকতের মুক্তির দাবিতে, জম্মু বিধানসভায় বারবার সরব হয়েছেন বিরোধীরা। সোমবার লিয়াকত শাহকে নিয়ে বিশেষ আলোচনার প্রস্তাবও আনা হয়েছে বিধানসভায়। এর প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা।

.