প্রবল ঝড়ে বিধ্বস্ত দিল্লি, ত্রিপুরা, মৃত ১, সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গেও
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার খোয়াই, ঢালাই, গোমাটি, উনাকোটি, সিপাহিজালা-সহ দক্ষিণ ত্রিপুরার বিস্তৃণ এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছে
নিজস্ব প্রতিবেদন: ধূলোঝড়ে বিধ্বস্ত দিল্লি সহ একাধিক রাজ্য। সোমবার রাত ১১ টা নাগাদ ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে ধূলোঝড় আছড়ে পড়ে রাজধানীর বুকে। সঙ্গে নাছোড় বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত দিল্লি, হরিয়ানা। দিল্লি ছাড়াও ঝড়ে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরাও।
আরও পড়ুন- পাক মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করে বিতর্কে মণিশঙ্কর আইয়ার
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরার খোয়াই, ঢালাই, গোমাটি, উনাকোটি, সিপাহিজালা-সহ দক্ষিণ ত্রিপুরার বিস্তৃণ এলাকা বিধ্বস্ত হয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় ঝড়ের দাপটে হাজারের বেশি বাড়ি ভেঙে পড়েছে বলে খবর। মৃত্যু হয়েছে এক জনের। দেরাদুন শহরে গাছ পড়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। ত্রিপুরার বেশি কয়েকটি জায়গায় ত্রাণশিবির খোলা হয়েছে। সেখানে প্রায় আড়াই হাজার মানুষ আশ্রয় নিয়েছেন বলে খবর।
Delhi government issued advisory following thunderstorm and dust-storm alert for tomorrow. pic.twitter.com/uPTTWYOQxq
— ANI (@ANI) May 7, 2018
আরও পড়ুন- নরেন্দ্র মোদী মেরুকরণের রাজনীতি করছেন : মনমোহন সিং
এই ঝড়ে কড়া সতর্কতা জারি করেছে দিল্লির মৌসমভবন। শুধুই রাজধানী নয় পশ্চিমবঙ্গ-সহ কমপক্ষে ১৯টি রাজ্যকেও সতর্ক করেছে হাওয়া অফিস। উল্লেখ্য, গত সপ্তাহে রাজস্থান, দিল্লি, উত্তর প্রদেশ-সহ গোটা এলাকায় ধূলোঝড়ের দাপটে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫০ জনের।আহত ৩০০-র বেশি।
আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচনের মুখে দিলীপ-রাহুলকে নিয়ে বেকায়দায় বিজেপি