সেনা দিবসের ইতিকথা
আজ দেশের সেনা দিবস। ভারতীয় সেনার তরফ থেকে প্যারেড প্রদর্শন, বীর সেনা নায়কদের সম্মান জ্ঞাপন এবং নানান অনুষ্ঠানের মাধ্যে দিয়ে পালন করা হয় আজকের এই বিশেষ দিনটি। কিন্তু আজকের দিনটিকে হঠাত্ দেশের সেনা দিবস হিসাবে কেন পালন করা হয়? এর পিছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস।
ওয়েব ডেস্ক: আজ দেশের সেনা দিবস। ভারতীয় সেনার তরফ থেকে প্যারেড প্রদর্শন, বীর সেনা নায়কদের সম্মান জ্ঞাপন এবং নানান অনুষ্ঠানের মাধ্যে দিয়ে পালন করা হয় আজকের এই বিশেষ দিনটি। কিন্তু আজকের দিনটিকে হঠাত্ দেশের সেনা দিবস হিসাবে কেন পালন করা হয়? এর পিছনে রয়েছে এক গৌরবময় ইতিহাস।
আরও পড়ুন- ১ এপ্রিল থেকে আধার কার্ড ছাড়া আর এই কাজ করা যাবে না!
দেশ স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। কিন্তু দেশের সেনা প্রধানের পদে তার পরেও বহাল ছিলেন এক ইংরেজ যোদ্ধা, নাম- জেনারেল স্যার ফ্রান্সিস বুচার। তাঁর নেতৃত্বেই চলছিল স্বাধীন ভারতের সেনাবাহিনী। তারপর ১৯৪৯ সালের ১৫ই জানুয়ারি দায়িত্বের হস্তান্তর ঘটে ভারতীয় সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব নেন ভারতীয় সৈনিক লেফট্যানেন্ট জেনারেল কে.এম. কারিয়াপ্পা। আর সেই থেকেই এই দিনটিকে ভারতীয় সেনাবাহিনী 'সেনা দিবস' হিসাবে উদযাপন করে আসছে।