পাহাড়ের আন্দোলনের আঁচ এবার নয়াদিল্লিতে
পাহাড়ের আন্দোলনের আঁচ এবার নয়াদিল্লিতে। সংসদ মার্গে রীতিমতো ব্যারিকেড ভেঙে অবরোধ, বিক্ষোভ মোর্চা কর্মী সমর্থকদের। যন্তর মন্তরের সামনেও বিক্ষোভ দেখায় মোর্চা সমর্থকরা।
![পাহাড়ের আন্দোলনের আঁচ এবার নয়াদিল্লিতে পাহাড়ের আন্দোলনের আঁচ এবার নয়াদিল্লিতে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/18/87963-delhi-18-6-17.jpg)
ওয়েব ডেস্ক: পাহাড়ের আন্দোলনের আঁচ এবার নয়াদিল্লিতে। সংসদ মার্গে রীতিমতো ব্যারিকেড ভেঙে অবরোধ, বিক্ষোভ মোর্চা কর্মী সমর্থকদের। যন্তর মন্তরের সামনেও বিক্ষোভ দেখায় মোর্চা সমর্থকরা।
সংসদ মার্গ, জনপথ লেন থেকে যন্তর মন্তর। রাজধানীর রাস্তাতেও অবরোধ-বিক্ষোভ মোর্চা কর্মী সমর্থকদের।
পাহাড়ের আঁচ রাজধানীতে। সংসদ মার্গে মিছিল করে মোর্চা কর্মী সমর্থকরা। বেলা দেড়টা নাগাদ ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল।
সংসদ মার্গে প্রায় মিনিট কুড়ি অবরোধ হয়। সংসদ মার্গ থেকে পুলিস বিক্ষোভকারীদের হটিয়ে দিলে জনপথ লেনে মিছিল করে মোর্চা।সেই মিছিলও আটকে দেয় পুলিস। এরপর যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ শুরু হয়।