বছরের শুরুতেই দুঃসংবাদ, বাড়তে চলেছে জ্বালানীর দাম

বছরের শুরুতেই দুঃসংবাদ। শীঘ্রই বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। এমনই ইঙ্গিত দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে জানা গেছে।

Updated By: Jan 5, 2013, 09:27 AM IST

বছরের শুরুতেই দুঃসংবাদ। শীঘ্রই বাড়তে পারে ডিজেল, কেরোসিন, এলপিজি সিলিন্ডারের দাম। এমনই ইঙ্গিত দিলেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি। অর্থমন্ত্রকের তরফে গঠিত কেলকর কমিটি কেন্দ্রকে এই দামবৃদ্ধির সুপারিশ করেছে বলে জানা গেছে।
ডিজেলের দাম খোলা বাজারের হাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করেছে  কমিটি। অবিলম্বে ডিজেলের দাম লিটারপিছু চার টাকা ও কেরোসিনের দাম প্রতি লিটারে দু টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রত্যেকটি এলপিজি সিলিন্ডারের দাম পঞ্চাশ টাকা করে বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। আপাতত বিবেচনা স্তরে রয়েছে এই প্রস্তাব। তবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে শীঘ্রই বিষয়টি তোলা হতে পারে। মন্ত্রিসভার সবুজ সঙ্কেত পেয়ে গেলে বাড়ানো হবে দাম। এরই পাশপাশি ভর্তুকি দেওয়া এলপিজি সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে কেন্দ্র। বছরে ছটির বদলে এই সংখ্যা নটি করা হতে পারে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি।          

.