এই কারণে দেশের সব বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা!
কড়া সতর্কবাণী। যেকোনও মুহূর্তে ছদ্মবেশে ঢুকে পড়তে পারে জঙ্গিরা! গোয়েন্দা রিপোর্টে এমন তথ্য পাওয়ার পরই দেশের সব বিমানবন্দরে জারি করা হল চূড়ান্ত সতর্কতা।
![এই কারণে দেশের সব বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা! এই কারণে দেশের সব বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/11/75789-562005-airport.jpg)
ওয়েব ডেস্ক : কড়া সতর্কবাণী। যেকোনও মুহূর্তে ছদ্মবেশে ঢুকে পড়তে পারে জঙ্গিরা! গোয়েন্দা রিপোর্টে এমন তথ্য পাওয়ার পরই দেশের সব বিমানবন্দরে জারি করা হল চূড়ান্ত সতর্কতা।
সামনেই প্রজাতন্ত্র দিবস। গোয়েন্দা রিপোর্ট বলছে, এই সময় জঙ্গিদের তত্পরতা বাড়ে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বড় জমায়েতগুলি টার্গেট করে তারা। খাকি উর্দির ছদ্মবেশে হামলা চালাতে পারে জঙ্গিরা। কোনওভাবেই যাতে আটসাঁট নিরাপত্তার বেড়াজাল ভেঙে জঙ্গিরা দেশের ভিতরে ঢুকতে না পারে, তাই সতর্ক থাকতে বলা হয়েছে সব বিমানবন্দগুলিকে।
বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকে CISF। তবে এই কদিন মোতায়েন থাকবে অতিরিক্ত আধা সামরিক বাহিনীও। কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন,