গেরুয়া ঝড়ের পরেই বাঁকে বিহারী মন্দিরে বিজেপি সাংসদ হেমা
বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির। দোল পূর্ণিমায় সেখানে জনজোয়ার। জনতার স্রোত আর রঙ মিলেমিশে একাকার। প্রত্যক্ষ করলেন আমাদের প্রতিনিধি।
ওয়েব ডেস্ক: বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দির। দোল পূর্ণিমায় সেখানে জনজোয়ার। জনতার স্রোত আর রঙ মিলেমিশে একাকার। প্রত্যক্ষ করলেন আমাদের প্রতিনিধি।
বাঁকে বিহারীর মন্দিরে সারা বছরই ভিড়। দর্শনের জন্য কম ঝক্কি পোহাতে হয় না ভক্তদের। কিন্তু দোলের দিন সেই ভিড়ও যেন কিছুই নয়! ভিড়ের মধ্যে হঠাত্ হাজির ড্রিমগার্ল। হেমা মালিনী আসতেই উন্মাদনা আরও বেড়ে গেল। গোবলয়ে গেরুয়া ঝড়ের পরেই বাঁকে বিহারী মন্দিরে বিজেপি সাংসদ হেমা। ২৪ ঘণ্টার প্রতিনিধিকে জানালেন, এই জয়ে তিনি আপ্লুত।
তারকা রাজনীতিক থেকে আমআদমি, সবাই হাজির। ঘুরে ঘুরে যত দেখা যায়, ততই যেন বিস্ময়। ব্রজভূমিতে রং খেলাকে ঘিরে কত আবেগ, কত উন্মাদনা, বাঁকে বিহারীতে না এলে তা বোঝাই যেত না।