লাগাতার বৃষ্টিতে কার্যত স্তব্ধ মুম্বই, জারি হাই অ্যালার্ট
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। জলমগ্ন ওয়েস্টার্ন মেট্রোপলিস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোঙ্কন, কেন্দ্রীয় মহারাষ্ট্র ও মরাঠওয়াড়ায়। টানা বৃষ্টিতে ব্যাহত শহরতলির রেল পরিষেবা। দশ থেকে পনেরো ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। শহরে বহু স্কুল বন্ধ রাখা হয়েছে।
Updated By: Jul 24, 2013, 12:25 PM IST
লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী মুম্বই। জলমগ্ন ওয়েস্টার্ন মেট্রোপলিস। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কোঙ্কন, কেন্দ্রীয় মহারাষ্ট্র ও মরাঠওয়াড়ায়। টানা বৃষ্টিতে ব্যাহত শহরতলির রেল পরিষেবা। দশ থেকে পনেরো ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। শহরে বহু স্কুল বন্ধ রাখা হয়েছে।
হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রশাসনে। বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ দফতরকে তৈরি রাখা হয়েছে। তৈরি রয়েছে উদ্ধারকারী দল। খুব প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ির বাইরে না যান, এই মর্মে আবেদন জানিয়েছে বৃহত্ মুম্বই পুরসভা।