কাল কংগ্রেসের টিকিট পেলেন, আজ বিজেপিতে নাম লেখালেন

লোকসভা নির্বাচনের পার্থী তালিকা প্রকাশ করার একদিন পরই অস্বস্তিতে কংগ্রেস। ভারতের গ্রান্ড প্রার্টির টিকিট পাওয়া এক প্রার্থী আজই ভারতীয় জনতা দলে যোগ দিলেন।

Updated By: Mar 9, 2014, 02:01 PM IST

লোকসভা নির্বাচনের পার্থী তালিকা প্রকাশ করার একদিন পরই অস্বস্তিতে কংগ্রেস। ভারতের গ্রান্ড প্রার্টির টিকিট পাওয়া এক প্রার্থী আজই ভারতীয় জনতা দলে যোগ দিলেন।

লোকসভা নির্বাচনের প্রথম পার্থী তালিকায় মধ্যপ্রদেশের ভিন্দ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল প্রাক্তন আই এ এস আধিকারিক ডঃ ভগীরথ প্রসাদের। সব ঠিকই ছিল। কিন্তু রবিবার তিনি বিজেপিতে নাম লেখানোয় সুর কেটে গেল কংগ্রেসের। এদিন সকালে ভোওপালের বিজেপি কার্যালয়ে একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন প্রসাদ। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গেও দেখা করেন তিনি।

২০০৯ লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের ওই আসন থেকেই কংগ্রেসের হয়ে লড়েছিলেন ডঃ প্রসাদ।

.