কৃষক ঋণ মকুব নিয়ে নয়া বিস্ফোরণ ঘটালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

মন্ত্রক বণ্টন নিয়ে কংগ্রেস ও জেডিএসের মধ্যে চলছে কাজিয়া।    

Updated By: May 30, 2018, 10:11 PM IST
কৃষক ঋণ মকুব নিয়ে নয়া বিস্ফোরণ ঘটালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেসের দয়ায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এহেন মন্তব্যের পর ফের বিস্ফোরণ ঘটালেন এইচডি কুমারস্বামী। এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বললেন, ''মানুষের নয়, রাহুল গান্ধীর আশীর্বাদেই ক্ষমতায় এসেছেন তিনি।''

কৃষকদের ঋণ মকুব নিয়ে কুমারস্বামীর উপরে চাপ বাড়িয়েছে বিজেপি। অন্যদিকে অর্থ দফতর নিয়ে দুই শরিকের টানাপোড়েনে মন্ত্রিসভার গঠনও থমকে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে কুমারস্বামী বলেন, ''কংগ্রেস অনুমোদন দিলেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আমি মানুষের নয়, রাহুল গান্ধীর আশীর্বাদে মুখ্যমন্ত্রী হয়েছি। আমি কংগ্রেসকে বোঝাতে পারি। তবে সিদ্ধান্ত নিতে পারি না।'' 

দিন কয়েক আগেই তিনি বলেছিলেন, কর্ণাটকের মানুষ তাঁকে চায়নি। কংগ্রেসের অনুকম্পাতেই মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁর এই মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে পরে দাবি করেন কুমারস্বামী। জোট সরকার থাকায় প্রতিশ্রুতি পূরণে ধাক্কা খাচ্ছেন বলে স্বীকার করে কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী বলেন, ''সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রতিশ্রুতি পূরণ করতে পারতাম। আমায় সময় দিন। সমস্যার সমাধান করবই।''

সোনিয়া গান্ধীকে নিয়ে চিকিত্সার জন্য বিদেশে উড়ে গিয়েছেন রাহুল গান্ধী। এর মধ্যে মন্ত্রক বণ্টন নিয়ে কংগ্রেস ও জেডিএসের মধ্যে চলছে কাজিয়া।     

আরও পড়ুন- কাশ্মীরে ধসে আটকে কয়েক হাজার বাঙালি পর্যটক, দ্রুত ব্যবস্থার নির্দেশ মমতার

.