চিদাম্বরমের বিরুদ্ধে ভোট কারচুপির মামলা চালানোর রায় হাইকোর্টের

শিবগঙ্গা-কাঁটা থেকেই গেল পালানিয়াপ্পন চিদাম্বরমের গলায়! ২০০৯ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুর এই কেন্দ্র থেকে তাঁর নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করতে অস্বীকার করেছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে অনিয়ম সংক্রান্ত মোট ২৯টি মামলার মধ্যে ২টি খারিজ করেছেন বিচারপতি কে ভেঙ্কটরামন।

Updated By: Jun 7, 2012, 03:07 PM IST

শিবগঙ্গা-কাঁটা থেকেই গেল পালানিয়াপ্পন চিদাম্বরমের গলায়! ২০০৯ সালের লোকসভা ভোটে তামিলনাড়ুর এই কেন্দ্র থেকে তাঁর নির্বাচনকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া মামলা খারিজ করতে অস্বীকার করেছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে অনিয়ম সংক্রান্ত মোট ২৯টি মামলার মধ্যে ২টি খারিজ করেছেন বিচারপতি কে ভেঙ্কটরামন।
২০০৯ সালে শিবগঙ্গা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী পি চিদাম্বরম ৩,৩৫৪ ভোটে তাঁর এআইএডিএমকে প্রতিদ্বন্দ্বী রাজা কান্নপ্পনকে পরাজিত করেছিলেন। কিন্তু চিদাম্বরমের বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার, ভোটে কারচুপি, বেআইনিভাবে টাকা বিতরণ, ভোট গণনায় অনিয়ম-সহ বিভিন্ন অভিযোগে আদালতে মামলা করেন রাজা কান্নপ্পন। ২০০৯ সালের ২৫ জুন দায়ের করা এই মামলায় আলানগুড়ি কেন্দ্রে পুনর্গণনারও দাবি জানান পরাজিত এআইএডিএমকে নেতা। এদিন চেন্নাই হাইকোর্টের বিচারপতি ভেঙ্কটরামন পি চিদাম্বরমের বিরুদ্ধে ভোটের সময় নিয়ম ভেঙে ব্যাঙ্ক অফিসারদের কাজে লাগিয়ে অর্থ লেনদেন সংক্রান্ত দু`টি মামলা খারিজ করে দিয়েছেন। তবে নির্বাচনে কারচুপির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা বাতিল করার আর্জি খারিজ করেন তিনি। হাইকোর্ট এই রায় ঘোষণার পরই অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে চিদাম্বরমের পদত্যাগ দাবি করেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে সুপ্রিমো জয়ললিতা।

.