অক্ষয়ের সিনেমা টয়লেট : এক প্রেম কথা দেখান মানুষকে, পঞ্চায়েত প্রধানদের নির্দেশ

Updated By: Aug 17, 2017, 03:59 PM IST
অক্ষয়ের সিনেমা টয়লেট : এক প্রেম কথা দেখান মানুষকে, পঞ্চায়েত প্রধানদের নির্দেশ

ওয়েব ডেস্ক : ‘টয়লেট : এক প্রেম কথা’ দেখুন। অক্ষয় কুমারের সিনেমা সবাইকে দেখার নির্দেশ দিল হরিয়ানা সরকার। হরিয়ানা সরকারের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী ওপি ঢাকর জানিয়েছেন, সে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মোড়লরা (সরপঞ্চ) যাতে দায়িত্ব নিয়ে তাঁদের নিজেদের এলাকায় অক্ষয় কুমারের সিনেমা মানুষকে দেখান, তার ব্যবস্থা করতে হবে।

ফিল্ম ক্রিটিকদের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের বাস্তব রূপ টয়লেট : এক প্রেম কথা। আর সেই কারণেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে টয়লেট : এক প্রেম কথাকে করমুক্ত করার প্রস্তাবও দেওয়া হয়। আর সেই রাস্তায় হেঁটেই এবার হরিয়ানা সরকারের নয়া পদক্ষেপ। সেখানে গ্রাম পঞ্চায়েতের মোড়লদের অক্ষয় কুমারের ওই সিনেমা দেওয়ানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে খবর।

প্রিয়াঙ্কা ভারতী নামে বছর ১৯-এর এক তরুণী জীবনের গল্প নিয়েই তৈরি করা হয়েছে টয়লেট : এক প্রেম কথা। শৌচাগার না থাকায় যে প্রিয়াঙ্কা ভারতী শ্বশুরবাড়ি ছেড়ে গিয়েছিলেন। আর সেই প্রিয়াঙ্কা ভারাতীর কাহিনীকেই এবার পর্দায় তুলে এনেছেন অক্ষয় কুমার এবং ভূমি পেদনেকর।

.