Uttar Pradesh: 'দৃশ্যম'ই কাল? ফিল্ম দেখেই কানপুরে ব্যবসায়ীর পত্নীকে পুঁতে দিল জিম ট্রেনার...

Kanpur murder: কানপুরে প্রেমিকাকে খুন করে সরকারি আবাসনের মধ্যে পুঁতে দিয়েছিল এক জিম প্রশিক্ষক। পুলিসি জেরায়, অভিযুক্তের চাঞ্চল্যকর বয়ান সামনে এসেছে। জানা গিয়েছে, সে বলিউডে অজয় দেবগণের 'দৃশ্যম' সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে।

Updated By: Oct 30, 2024, 05:59 PM IST
Uttar Pradesh: 'দৃশ্যম'ই কাল? ফিল্ম দেখেই কানপুরে ব্যবসায়ীর পত্নীকে পুঁতে দিল জিম ট্রেনার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানপুরে প্রেমিকাকে খুন করে সরকারি আবাসনের মধ্যে পুঁতে দিয়েছিল এক জিম প্রশিক্ষক। পুলিসি জেরায়, অভিযুক্তের চাঞ্চল্যকর বয়ান সামনে এসেছে। জানা গিয়েছে, সে বলিউডে অজয় দেবগণের 'দৃশ্যম' সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে এই কাণ্ড ঘটিয়েছে।

২০১৫ সালে প্রয়াত পরিচালক নিশিকান্ত কামাতের 'দৃশ্যম' ছবিতে দেখানো হয়েছে বিজয় সালগাঁওকরের নামক এক ব্যক্তির জীবন, যা একটি দুর্ঘটনাজনিত মৃত্যুকে ঘিরে হয়। তিনি কীভাবে তাঁর পরিবার এবং আইন থেকে তাদের রক্ষা করার জন্য তিনি উন্মত্ত হয়ে পরেছিল, তা নিয়ে তৈরি ছবির প্রেক্ষাপট।

সেই ছবি থেকে অনুপ্রাণিত হয়ে অভিযুক্ত জিম প্রশিক্ষক ভয়ংকর কাণ্ড ঘটায়। জানা গিয়েছে, গত চার মাস ধরে নিখোঁজ ছিলেন মহিলা। অবশেষে তাঁকে পাওয়া গেল, কিন্তু মৃত অবস্থায়। শহরের গ্রিন পার্ক এলাকায় জিমে যেতেন একতা। সেখানের জিম ট্রেনার বিমল সোনির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন একতা। কিন্তু বিমলের বিয়ে ঠিক হওয়ায় একতা খুবই বিচলিত হয়ে পড়েন। অভিযুক্ত পুলিসকে জানায়, তারপর থেকেই  দুজনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। তারপর জিমে যাওয়া বন্ধ করে দেন মহিলা। ঝগড়ার ২০দিন পর ২৪ জুন ফের জিমে যান তিনি। সেখানে গেলে বিমল তাঁকে নিয়ে গাড়ি করে বেরোয়। গাড়ির মধ্যেই তাদের ব্যাপক ঝামেলা হয়। বচসা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। রাগে বিমল একতার ঘাড়ে জোরে আঘাত করেন হাত দিয়ে। সেই আঘাতে মহিলা জ্ঞান হারান। তার পর তাঁকে খুন করে।

আরও পড়ুন:Hyderabad | Woman Dies After Eating Momo: রাস্তা থেকে পছন্দের মোমো, তারপরেই হাসপাতাল এবং এক যুবতীর অপমৃত্যু...

দেহ লোপাট করতে বিমল একতার দেহ ডিএম কম্পাউন্ডের কাছে মাটির তলায় পুঁতে দেয়৷ ডিএম কম্পাউন্ড এলাকায় প্রশাসনিক কর্তা, বিচারকদের বসবাস ৷ প্রতিটি বাড়ির বাইরে একজন করে নিরাপত্তারক্ষী রয়েছে ৷ এলাকায় সিসি ক্যামেরাও ইনস্টল করা রয়েছে ৷ এখানে সাধারণ মানুষের যাতায়াত খুব একটা নেই ৷ এইরকম নিরাপদ ও হাইপ্রোফাইল এলাকায় জিম ট্রেনার বিমল পাঁচ ঘণ্টা ধরে একটা গর্ত খুঁড়ে সেখানে একতাকে পুঁতে দেয় ৷ অথচ তাকে কেউ দেখতে পায়নি ৷ এই অবস্থায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে৷

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.