পথ ভুলে ফের লোকালয়ে চিতাবাঘ

পথ ভুলে ফের লোকালয়ে চিতাবাঘ। একেবারে সটান ২০ ফিট গভীর কুয়োয়। ঘটনা গুজরাটের তাপি জেলার। তড়িঘড়ি খবর যায় বন দফতরে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় চিতাবাঘ। বনের প্রাণী ফিরে গেছে বনেই।

Updated By: Aug 7, 2016, 08:06 PM IST
পথ ভুলে ফের লোকালয়ে চিতাবাঘ

ওয়েব ডেস্ক: পথ ভুলে ফের লোকালয়ে চিতাবাঘ। একেবারে সটান ২০ ফিট গভীর কুয়োয়। ঘটনা গুজরাটের তাপি জেলার। তড়িঘড়ি খবর যায় বন দফতরে। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হয় চিতাবাঘ। বনের প্রাণী ফিরে গেছে বনেই।

সাত সকালে গ্রামে হই হই কাণ্ড। কুয়োর পাশে উপচে পড়া ভিড়। হল টা কী? কুয়োর মধ্যে পড়ে গেছে চিতাবাঘ। জঙ্গল কেটে তৈরি হচ্ছে বসতি। বনের প্রাণীরা আর করে কি। পথ ভুলে মাঝে মধ্যেই তারা ঢুকে পড়ছে লোকালয়ে। যেমন এই চিতাবাঘটি। বেচারি। লোকালয়ে বন্যপ্রাণীদের ভ্রমণের অভিজ্ঞতা খুব একটা ভাল হয় না। এবারও তাই। পথভোলার মাসুল দিতে হল কুয়ো বন্দি হয়ে।

কুয়োর মধ্যে চিতাবাঘ দেখে ভয়ে হুঁশ হারাননি গ্রামবাসীরা। খবর দেন বন দফতরে। তবে কাজটা সহজ ছিল না। অস্থায়ী মাচা বেঁধে, প্রায় চার ঘণ্টার চেষ্টায় চিতাবাঘটিকে উদ্ধার করেন বনকর্মীরা। ছাড়া পেয়ে বাধ্য মেয়ের মত খাঁচায় ঢুকে পড়ে চিতাবাঘটি। হাঁফ ছেড়ে বাঁচেন গ্রামবাসীরা। বছর তিনেকের স্ত্রী চিতাবাঘটি সুস্থই আছে। তাকে কাছের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।

.