কংগ্রেসের বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ: যোগী

নাম না করে রাহুল গান্ধীকে বিঁধলেন যোগী আদিত্যনাথ। 

Updated By: Dec 18, 2017, 07:26 PM IST
কংগ্রেসের বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন মানুষ: যোগী

নিজস্ব প্রতিবেদন: গুজরাট ও হিমাচলপ্রদেশে বিজেপির জয় নিশ্চিত হওয়ার পরই বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে কংগ্রেসকে বিঁধলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ''বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে সাধারণ মানুষ। বিজেপির শক্তিশালী নেতৃত্ব ও কঠোর পরিশ্রমের ফলেই এই জয়।'' 

রাজনৈতিক মহলের মতে, গুজরাটে পাতিদার, ওবিসি ও দলিত নেতাদের সমর্থন জোগাড় করে বিজেপিকে বেগ দেওয়ার কৌশল নিয়েছিলেন রাহুল গান্ধী। এমনকি বিজেপির ভোটব্যাঙ্কে থাবা বসাতে নরম হিন্দুত্বকে হাতিয়ার করেছিলেন তিনি। তার পাল্টা কট্টর হিন্দুত্বের মুখ যোদী আদিত্যনাথকে ময়দানে নামিয়েছিল বিজেপি। আর সেই অঙ্কেই শেষপর্যন্ত গুজরাটে নিজের গড় বাঁচাতে সক্ষম নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর নাম না করে আদিত্যনাথের খোঁচা, ''আমি প্রথমেই বলেছিলাম, কংগ্রেসের নেতৃত্ব বদল বিজেপির জন্য শুভ সঙ্কেত।''

আরও পড়ুন- গুজরাট-হিমাচলে জেতার পর উন্নয়নের প্রতিশ্রুতি নরেন্দ্র মোদীর

কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানির প্রতিক্রিয়া, ''এটা আমাদের জন্য আনন্দের বিষয়। উন্নয়নের জয় হল।'' 

<

.