গুজরাট পুর ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফল : বেলা গড়াতেই ফুটছে পদ্ম, থমকে হাত Live

২০১৬ সালে ১২৩টির মধ্যে ১০৭টি আসন পেয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। ফলে, এবারও তেনই প্রত্যাশা রাখছে পদ্ম শিবির। অন্যদিকে, জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেসও। রাহুল গান্ধীর দল মনে করছে এই স্থানীয় নির্বাচনই বিজেপিকে বার্তা দেওয়া যাবে।

Updated By: Feb 19, 2018, 01:24 PM IST
গুজরাট পুর ও পঞ্চায়েত নির্বাচনের ফলাফল : বেলা গড়াতেই ফুটছে পদ্ম, থমকে হাত Live

নিজস্ব প্রতিবেদন: গেরুয়া গড় গুজরাটে হাড্ডাহাড্ডি লড়ইয়ের ময়দানে বিজেপি-কংগ্রেস। গুজরাটের পুর ও পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা আজ। শনিবার রাজ্য জুড়ে ৭৫টি নগরপালিকা (পৌরসভা), দুটি জেলার পঞ্চায়েত, ১৭টি তালুক এবং ১৪০০ গ্রাম পঞ্চায়েতে নির্বাচন হয়েছে। সোমবার সবকটির ফলাফল ঘোষণা হবে, এখন চলছে ভোট গণনা। ২০১৬ সালে ১২৩টির মধ্যে ১০৭টি আসন পেয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছিল বিজেপি। ফলে, এবারও তেনই প্রত্যাশা রাখছে পদ্ম শিবির। অন্যদিকে, জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেসও। রাহুল গান্ধীর দল মনে করছে এই স্থানীয় নির্বাচনই বিজেপিকে বার্তা দেওয়া যাবে।

দেখুন লাইভ আপডেট-

দল  পুরসভা (মোট আসন-৭৫)
বিজেপি ৪৪ +
কংগ্রেস ২৭ +
অন্যান্য ৪ +

 

** মরবি জেলার হালবাদ পুরসভা বিজেপির দখলে

** সবরকান্ত পুরসভায় ১৭টি আসন পেল বিজেপি। কংগ্রেস পেয়েছে ৩টি।

** বলসাদ জেলার পার্দি পুরসভায় টাই হল বিজেপি কংগ্রেসের। দু'দলেই ১৪টি করে আসন পেয়েছে।

** আমরেলি জেলার রাজুলা পুরসভা নিজেদের দখলে রাখল  কংগ্রেস।

** ভাবনগর জেলার সিহর পুরসভা দখলে নিল বিজেপি। সেখানে ১২টি আসনে জয় পায় বিজেপি।

** ৫৭টি পৌরসভার গণনার ধরন দেখে মনে হচ্ছে, বিজেপি এগিয়ে ৩০টি পৌরসভায়, কংগ্রেস এগিয়ে ২৪টি এবং অন্যান্যরা ৩টি পৌরসভায়।

** নভসারি জেলার বিলিমোরা নগর পৌরসভার দখল নিল বিজেপি।

.