গুজরাটে পাকড়াও দুই সন্দেহভাজন আইসিস জঙ্গি
নিজস্ব প্রতিবেদন: গুজরাটে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এদিন সুরাট থেকে দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করল গুজরাটের সন্ত্রাস দমন শাখা।
বুধবার গুজরাটে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ৯ ও ১৪ ডিসেম্বর দু'দফায় ভোটগ্রহণ হবে সে রাজ্যে। গুজরাট ও হিমাচল প্রদেশে ভোটগণনা ১৮ ডিসেম্বর। ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক প্রচার। এরমধ্যেই গুজরাটের সুরাটে দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করল গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা।
Gujarat ATS arrested 2 suspected ISIS terrorists from Surat who were planning to execute a terror plot in Ahmedabad during #GujaratElections pic.twitter.com/wm5JRJtpUQ
— ANI (@ANI) October 25, 2017
গুজরাট পুলিশ সূত্রে খবর, নির্বাচনের সময় আমদাবাদে নাশকতা ঘটানোর পরিকল্পনা করেছিল তারা। ধৃতদের জেরা করে এব্যাপারে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তদন্তকারীরা।
আরও পড়ুন, গুজরাট, হিমাচল প্রদেশে গেরুয়া ঝড়ের আভাস সমীক্ষায়