মুখ্যমন্ত্রী বিজয় রূপানির উপরেই ভরসা প্রতিবেশীদের

রাজকোটে বিজয় রূপানির মহল্লায় ২৪ ঘণ্টা। মুখ্যমন্ত্রীকে নিয়ে কী বললেন প্রতিবেশীরা?

Updated By: Dec 8, 2017, 08:35 PM IST
মুখ্যমন্ত্রী বিজয় রূপানির উপরেই ভরসা প্রতিবেশীদের
রাজকোটে বিজয় রূপানির বাড়ি। ছবি সৌজন্যে- কমলিকা সেনগুপ্ত

কমলিকা সেনগুপ্ত

কাজের মানুষ, ওনাকেই ভোট দেব। গুজরাটের মুখ্যমন্ত্রীর পাড়ায় সবার একটাই রা। বোঝা গেল, প্রতিবেশীদের ভোট নিশ্চিত করে ফেলেছেন বিজয় রূপানি।  

পশ্চিম রাজকোটের পরশ সোসাইটিতে থাকেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তিন দশক ধরে সেখানকার বাসিন্দা তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আস্তানা বদলায়নি। ২৭ বছর ধরে তাঁর প্রতিবেশী এক মধ্যবয়স্ক মহিলা। ভোট দেবেন বিজয় রূপানিকে? তাঁর কথায়, সব সমস্যায় পাশে থাকেন রূপানিভাই। ওনাকেই ভোট দেব। আর এক জন মহিলার মুখেও এক কথা। মুখ্যমন্ত্রীর মহল্লায় সবজি বিক্রেতাও বললেন, আপদে বিপদে পাশে থাকেন বিজয় রূপানি। 

আরও পড়ুন- উন্নয়ন শুধু নগরকেন্দ্রিক, ‘গুজরাট মডেল’-কে কটাক্ষ চাষিদের

মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রেও কি পটেল ফ্যাক্টর প্রভাব ফেলবে? এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন মহল্লাবাসী। তাঁদের কথায়, 'দূর! ওসব এখানে চলবে না। সবাই রূপানিভাইকে ভোট দেবেন।'
    
নরেন্দ্র মোদীর 'দৈত্যসুলভ' ব্যক্তিত্বের কাছে 'অতিসাধারণ' বিজয় রূপানি। প্রধানমন্ত্রীর মতো অত বলিয়েকইয়ে নন তিনি। তবে স্বচ্ছ ভাবমূর্তি ও মানুষের পাশে থাকাই তাঁর ইউএসপি। যদিও গুজরাটে এবারও ভোটের মুখ সেই মোদীই। 

.