প্রধানমন্ত্রীর পদের অসম্মান করছেন মোদী, মত মনমোহনের

প্রধানমন্ত্রী ‌যা বলেছেন তার জন্য দেশের মনুষের কাছ তাঁর ক্ষমা চাওয়া উচিত, সাফ কথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Updated By: Dec 11, 2017, 08:25 PM IST
প্রধানমন্ত্রীর পদের অসম্মান করছেন মোদী, মত মনমোহনের

নিজস্ব প্রতিবেদন : খোঁচা খেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে বন্দুক তাক করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। চাঁচাছোলা ভাষায় জানিয়ে দিলেন, রাজনৈতিক স্বার্থেই মিথ্যে বলছেন মোদী। তাঁর মন্তব্যে প্রধানমন্ত্রীর পদের ম‌র্যাদাহানি হয়েছে। এর জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চান প্রধানমন্ত্রী, মত মনমোহনের।

গুজরাট বিধানসভা নির্বাচনে পাকিস্তান ষড়‌যন্ত্র করছে। শুধু তাই নয় আহমেদ প্যাটেলকে গুজারাটের মুখ্যমন্ত্রীর করতে উঠেপড়ে লেগেছে পাক সরকার। গোটা ষড়‌যন্ত্রে জড়িত কংগ্রেস। গুজরাটে নির্বাচনী প্রচারে এভাবেই কংগ্রেসকে নিশানা করেছিলেন মোদী। তাঁর আক্রমণের লক্ষ্য ছিল মণিশঙ্কর আইয়ার, মনমোহন সিং সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা। মোদীর সেই মন্তব্যেরই জবাব দিলেন মনমোহন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর কংগ্রেস নেতা মণিশঙ্কার আইয়ারের বাড়িতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার বিষয় ছিল ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক। সেখানে আমন্ত্রিত ছিলেন পাক হাই কমিশনার, প্রাক্তন পাক বিদেশমন্ত্রী খুরশিদ কাসুরি, প্রাক্তন সেনাপ্রধান দীপক কাপুর, সলমন খুরশিদ, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি প্রমুখ। এই আলোচনা সভাকেই বিজেপির বিরুদ্ধে ষড়‌যন্ত্র বলে প্রচার করেন মোদী।

মোদীর অভি‌যোগের জবাব দিতে গিয়ে নমমোহন সিং আজ মণিশঙ্কর আইয়ারের বাড়িতে আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকদের তালিকা প্রকাশ করেন। এক বিবৃতিতে মনমোহন বলেছেন, আশাকরি মোদীজি ‌যে চেয়ারে বসে রয়েছেন তার ম‌র্যাদা রাখবেন। উনি ‌যা করেছেন তাতে প্রধানমন্ত্রীর পদের ম‌র্যাদাহানি হয়েছে। রাজনৈতিক স্বার্থেই উনি মিথ্যে প্রচার করছেন। ওই আলোচনা সভা কোনও গোপন বৈঠক ছিল না। গুজরাট নির্বাচন নিয়ে সেখানে কোনও আলোচনা হয়নি। কথা হয়েছিল ভারত-পাক সম্পর্ক নিয়ে। প্রধানমন্ত্রী ‌যা বলেছেন তার জন্য দেশের মনুষের কাছ তাঁর ক্ষমা চাওয়া উচিত, সাফ কথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন-পাকা খবর! বিবাহিত বিরুষ্কা

.