চলতি শিক্ষাবর্ষেই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে GST

GST চালু হয়েছে আজ ৬ দিন। ১ জুলাই থেকে সারা দেশে চালু হয় GST। এক দেশ, এক কর। GST চালুর একসপ্তাহের মধ্যেই, তাকে পাঠক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল দিল্লি বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল।

Updated By: Jul 6, 2017, 04:39 PM IST
চলতি শিক্ষাবর্ষেই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে GST

ওয়েব ডেস্ক : GST চালু হয়েছে আজ ৬ দিন। ১ জুলাই থেকে সারা দেশে চালু হয় GST। এক দেশ, এক কর। GST চালুর একসপ্তাহের মধ্যেই, তাকে পাঠক্রমে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল দিল্লি বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল।

এই শিক্ষাবর্ষেই বিশ্ববিদ্যালয়ের কমার্স কোর্সের অন্তর্ভুক্ত করা হবে GST। পড়ুয়াদের একইসঙ্গে পড়ানো হবে পরোক্ষ কর ও GST। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, নতুন করব্যবস্থার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ। পাঠক্রমে থাকবে GST-র কাঠামো, GST কাউন্সিল, কেন্দ্র-রাজ্য GST নেটওয়ার্ক প্রভৃতি।

আরও পড়ুন, নবদম্পতিদের 'আশীর্বাদ' হিসেবে কন্ডোম 'উপহার' যোগী সরকারের

.