প্রজাতন্ত্র দিবেসে রাজপথে শোভা পেল GST ট্যাবলো

GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, দেশের সবচেয়ে বড় কর সংস্কার উদ্যোগ। GST চালু হলে বদলে যাবে দেশের পুরো কর সিস্টেমটাই। ৬৮ তম প্রজাতন্ত্র দিবসে রাজপথে শোভাযাত্রায় স্থান করে নিল সেই GST ট্যাবলো। কেন্দ্রীয় আবগারি ও শুল্ক মন্ত্রকের উদ্যোগে আজ এই GST ট্যাবলো নামানো হয়।

Updated By: Jan 26, 2017, 01:15 PM IST
প্রজাতন্ত্র দিবেসে রাজপথে শোভা পেল GST ট্যাবলো

ওয়েব ডেস্ক : GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, দেশের সবচেয়ে বড় কর সংস্কার উদ্যোগ। GST চালু হলে বদলে যাবে দেশের পুরো কর সিস্টেমটাই। ৬৮ তম প্রজাতন্ত্র দিবসে রাজপথে শোভাযাত্রায় স্থান করে নিল সেই GST ট্যাবলো। কেন্দ্রীয় আবগারি ও শুল্ক মন্ত্রকের উদ্যোগে আজ এই GST ট্যাবলো নামানো হয়।

নীল রঙের থিমের ট্যাবলোর মাথার উপরে ছিল বোলিং পিন। তার উপরে একটা নীল রঙের বল। ট্যাবলোর পিছনে সাঁটা ভারতের মানচিত্র। প্রজাতন্ত্র দিবসে রাজপথে ট্যাবলো নামাতে পারে ৬টি মন্ত্রক। কেন্দ্রীয় আবগারি ও শুল্ক মন্ত্রক, তার মধ্যে একটি। এছাড়া শোভাযাত্রায় অংশ নেয় প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সুসজ্জিত ট্যাবলো।

আরও পড়ুন, "ঢোল জাগিরো ডা", ঠুমকার তালে মণ্ডপ মাতালেন কনে!

.