এক দেশ, এক বাজার, একটাই কর, আজ থেকে দেশে নতুন অর্থব্যবস্থা

এক দেশ, এক বাজার। একটাই কর। আজ থেকে দেশে নতুন অর্থব্যবস্থা। মধ্যরাতে চালু হয়ে গেছে GST। সংসদের সেন্ট্রাল হলে বোতাম টিপে নতুন কর ব্যবস্থার সূচনা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এর সঙ্গেই ১৭ ধরনের কর এবং ২৩ টি সেস-এর অবলুপ্তি ঘটল। ১২১১ ধরণের পণ্যের ওপর কার্যকর হল অভিন্ন কর। অর্থনীতির এক নয়া বুনিয়াদ তৈরি করবে জিএসটি। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগেই তৈরি হবে নতুন অর্থনীতির ভিত্তিপ্রস্থর। GST উদ্বোধনী অনুষ্ঠানে সমাপ্তি ভাষণে সেন্ট্রাল হলে এই বক্তব্যই রাখেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রফতানি বাণিজ্যেও GST বিশেষ সাহায্য করবে বলে জানান রাষ্ট্রপতি।

Updated By: Jul 1, 2017, 08:33 AM IST
এক দেশ, এক বাজার, একটাই কর, আজ থেকে দেশে নতুন অর্থব্যবস্থা

ওয়েব ডেস্ক: এক দেশ, এক বাজার। একটাই কর। আজ থেকে দেশে নতুন অর্থব্যবস্থা। মধ্যরাতে চালু হয়ে গেছে GST। সংসদের সেন্ট্রাল হলে বোতাম টিপে নতুন কর ব্যবস্থার সূচনা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এর সঙ্গেই ১৭ ধরনের কর এবং ২৩ টি সেস-এর অবলুপ্তি ঘটল। ১২১১ ধরণের পণ্যের ওপর কার্যকর হল অভিন্ন কর। অর্থনীতির এক নয়া বুনিয়াদ তৈরি করবে জিএসটি। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগেই তৈরি হবে নতুন অর্থনীতির ভিত্তিপ্রস্থর। GST উদ্বোধনী অনুষ্ঠানে সমাপ্তি ভাষণে সেন্ট্রাল হলে এই বক্তব্যই রাখেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। রফতানি বাণিজ্যেও GST বিশেষ সাহায্য করবে বলে জানান রাষ্ট্রপতি।

আরও পড়ুন আজ মধ্যরাতে GST উদ্বোধনী অনুষ্ঠানে সেন্ট্রাল হলে বসতে চলেছে চাঁদের হাট

GST নিয়ে আশঙ্কার কিছু নেই। আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের সেন্ট্রাল হলে ভাষণে তিনি বলেন, নতুন চশমা নিলেও গোড়ায় সামান্য সমস্যা হয়। GST-র সমস্যা তার থেকে বেশি কিছু হবে না। সর্ব সম্মতিতেই প্রতিটি ধাপ পেরিয়েছে GST। সকলেরই অনুদান রয়েছে। সংসদের সেন্ট্রাল হলে ভাষণে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। GST পাসের সময় এই করব্যবস্থার অন্যতম রূপকার অসীম দাশগুপ্তকে কুর্নিস জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। GST পাশে খুশি BJP নেতৃত্ব। অমিত শাহের বক্তব্য, দেশে নতুন একটা যুগের সূচনা হল। যাঁরা অনুষ্ঠান বয়কট করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন বেঙ্কাইয়া নাইডু।

আরও পড়ুন  বারাণসীতে এসে ধর্ষণের শিকার ফরাসি মহিলা

 

.