কেন্দ্রীয় GST ও সুসংহত GST-র চূড়ান্ত খসড়া বিধিতে অনুমোদন দিল GST কাউন্সিল, ১ জুলাই থেকে লাগু

শেষ পর্যন্ত ১১তম বৈঠকে কাটল জট। কেন্দ্রীয় GST ও সুসংহত GST-র চূড়ান্ত খসড়া বিধিতে অনুমোদন দিল GST কাউন্সিল। পয়লা জুলাই থেকেই GST চালু করতে চায় কেন্দ্র। তাই বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে GST সংক্রান্ত বিল সংসদে আনতে চায় সরকার। জানালেন জেটলি।

Updated By: Mar 4, 2017, 11:02 PM IST
কেন্দ্রীয় GST ও সুসংহত GST-র চূড়ান্ত খসড়া বিধিতে অনুমোদন দিল GST কাউন্সিল, ১ জুলাই থেকে লাগু

ওয়েব ডেস্ক : শেষ পর্যন্ত ১১তম বৈঠকে কাটল জট। কেন্দ্রীয় GST ও সুসংহত GST-র চূড়ান্ত খসড়া বিধিতে অনুমোদন দিল GST কাউন্সিল। পয়লা জুলাই থেকেই GST চালু করতে চায় কেন্দ্র। তাই বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে GST সংক্রান্ত বিল সংসদে আনতে চায় সরকার। জানালেন জেটলি।

আরও পড়ুন- লুকানো সম্পত্তি আছে আপনার? তাহলে এখনই সাবধান হয়ে যান...

অন্যদিকে, GST বিধিতে রাজ্যের ২৬টি সুপারিশ মেনে নিয়েছে কেন্দ্র। সন্তোষপ্রকাশ করে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। ৩ দিনের মধ্যে বিধি চূড়ান্ত করে সব রাজ্যকে দেবে আইনি কমিটি। বিধানসভায় বিল পাস করানোর পর, নতুন করে প্রতিটি পণ্যের দাম বেঁধে ফেলতে হবে রাজ্য সরকারকে।

.