সেপ্টেম্বর GST থেকে সরকারের আয় প্রায় ৯২ হাজার কোটি
Updated By: Oct 24, 2017, 06:51 PM IST
নিজস্ব প্রতিবেদন: সেপ্টেম্বরে পণ্য ও পরিষেবা কর বাবদ ৯২,১৫০ কোটি টাকা আয় করেছে সরকার। মোট ৪২.৯১ লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে এই কর আদায় করেছে তারা। মঙ্গলবার অর্থ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।
অর্থ মন্ত্রকের তথ্য বলছে, এর মধ্যে ১৪,০৪২ কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের খাতায়। ২১,১৭২ কোটি টাকা আয় করেছে রাজ্যগুলি। যৌথ সংগ্রহের পরিমাণ ৪৮,৯৪৮ কোটি টাকা। যার মধ্যে ২৩,৯৫১ কোটি টাকা আয় হয়েছে আমদানি থেকে।
আরও পড়ুন - দেশে প্রথম 'পোষ্য কর' চালু করল পঞ্জাব
কমপেনসেশন সেস বাবদ ৭,৯৮৮ কোটি টাকা আয় করেছে সরকার। যার মধ্যে ৭২২ কোটি টাকা এসেছে আমদানি থেকে।সোমবার পর্যন্ত মোট ৪২.৯১ লক্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান GSTR-3B ফর্ম পূরণ করেছেন।