Punjab Accident: বিয়ের করতে যাওয়ার পথেই মৃত্যু বরের! জানেন, কীভাবে?
পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন ৬টা। পঞ্জাবের ফাজিলকা এলাকা থেকে রওনা দিয়েছিল বরের গাড়ি। তবে বর একা নন, সেই গাড়িতে ছিলেন তাঁর আত্মীয়রা। গন্তব্য ছিল, পঞ্জাবেরই মোগা জেলা।
![Punjab Accident: বিয়ের করতে যাওয়ার পথেই মৃত্যু বরের! জানেন, কীভাবে? Punjab Accident: বিয়ের করতে যাওয়ার পথেই মৃত্যু বরের! জানেন, কীভাবে?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/11/05/445622-amar.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ে করতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন বরযাত্রীরাও। কিন্তু মাঝ-পথেই মৃত্যু হল বর-সহ চারজনের! আহত ৩। কীভাবে? মর্মান্তিক দুর্ঘটনা ঘটল পঞ্জাবের মোগা জেলায়।
আরও পড়ুন: Armed Forces: সশস্ত্র বাহিনীর মহিলা সেনাদের জন্য মোদীর উপহার; অফিসারদের মতোই ছুটি পাবেন যোদ্ধারা
পুলিস সূত্রে খবর, ঘড়িতে তখন ৬টা। এদিন সকালে পঞ্জাবের ফাজিলকা এলাকা থেকে রওনা দিয়েছিল বরের গাড়ি। তবে বর একা নন, সেই গাড়িতে ছিলেন তাঁর আত্মীয়রা। গন্তব্য ছিল, পঞ্জাবেরই মোগা জেলা।
এদিকে রাস্তায় পাশেই যে লরি দাঁড় করানো রয়েছে, তা বুঝতে পারেননি গাড়ির চালক। তারপর? সেই লরিটিকে ধাক্কা মারে বরের গাড়ি। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বর-সহ ৪ জনের। আহত ২ জন ভর্তি হাসপাতালে।
আরও পড়ুন: UP Shocker: ধর্ষণের শিকার নাবালিকা, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা পরিবারের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)