জম্মু-কাশ্মীরে ফের গ্রেনেড হামলায় নিহত ১, আহত ২২
সংস্থা এএনআই সূত্রে খবর, শ্রীনগরের লালচকে মৌলনা আজাদ রোড হঠাত্ই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ফের সন্ত্রাসবাদী কার্যকলাপে উত্তপ্ত উপত্যকা। সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলায় প্রাণ হারালেন এক ব্যক্তি। আহত ২২ জন। পর পর সাধারণ মানুষদের উপর হামলায় আতঙ্কের পরিবেশ নয়াতম কেন্দ্রশাসিত অঞ্চলে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শ্রীনগরের লালচকে মৌলনা আজাদ রোড হঠাত্ই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
#UPDATE Jammu and Kashmir: 15 people injured in a grenade attack in a market on Maulana Azad Road in Srinagar. https://t.co/LYAa5UHght pic.twitter.com/ic4LuXq8g4
— ANI (@ANI) November 4, 2019
গত সপ্তাহেই ২৮ অক্টোবর ইকবাল মার্কেটের কাছে গ্রেনেড হামলায় ১৯ জন আহত হন। তারপরের দিনই জম্মু-কাশ্মীরের কুলগামে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে প্রাণ হারান পশ্চিমবঙ্গের ৫ বাসিন্দা। ভারতীয় গোয়েন্দা সংস্থার মতে, উপত্যকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে নিরাপরাধ মানুষকে হত্যা করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের জঙ্গিরা।
সোমবারের ঘটনার সঙ্গে কোন জঙ্গি সংগঠন জড়িত, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিস। গোটা এলাকা নিরাপত্তারক্ষী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিস।
আরও পড়ুন : করতারপুর করিডোর উদ্বোধনের ৪ দিন আগেই সেখানে মিলল জঙ্গি প্রশিক্ষণ শিবিরের অস্তিত্ব