এফডিআই যুদ্ধ: লোকসভায় ২৫৩/২১৮-তে জয়ী সরকার

বিরোধীদের প্রস্তাব খারিজ। স্বস্তিতে ইউপিএ-২। পক্ষে ভোট ২৫৩, বিপক্ষে ২১৮। চিত্রনাট্যে সাজানো টানটান উত্তেজনার অবসান ঘটল খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ যুদ্ধে সরকারের জয়ের মধ্যে দিয়ে। সংসদে বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের আনা প্রস্তাবের পক্ষে ২১৮টি ভোট পড়ে। মনমোহন সিংয়ের সরকার ২৫৩টি ভোট পেয়েছে।

Updated By: Dec 5, 2012, 07:23 PM IST

বিরোধীদের প্রস্তাব খারিজ। স্বস্তিতে ইউপিএ-২। পক্ষে ভোট ২৫৩, বিপক্ষে ২১৮। চিত্রনাট্যে সাজানো টানটান উত্তেজনার অবসান ঘটল খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ যুদ্ধে সরকারের জয়ের মধ্যে দিয়ে। সংসদে বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের আনা প্রস্তাবের পক্ষে ২১৮টি ভোট পড়ে। মনমোহন সিংয়ের সরকার ২৫৩টি ভোট পেয়েছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের আনা ফেমা সংশোধনী প্রস্তাবও লোকসাভায় মুখ থুবড়ে পড়ে। এই ইস্যুতে মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার যেখানে ২৫৪টি ভোট পেয়েছেন। সেখানে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২২৪টি।
এই পরিণতির ইঙ্গিত ছিল আগেই। কংগ্রেসকে অক্সিজেন যোগাতে এফডিআই এর ভোটাভুটি থেকে শেষমুহূর্তে ওয়াক আউট করে বহুজন সামাজবাদী পার্টি। সংসদ থেকে বেরিয়ে আসেন সমাজবাদী পার্টির নেতারাও। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার ঠিক আগে বিএসপি ও এসপি নেতারা একে একে ওয়াক আউট করেন। এই দুই সহযোগী দলের সরে আসার পর, কংগ্রেসের ম্যাজিক ফিগারে পৌঁছতে আর কোনও অসুবিধা থাকল না বলে মনে করছে রাজনৈতিক মহল।

.