‘টাকা বদলালেই আঙুলে কালি দেওয়া হবে’, বললেন অর্থসচিব শক্তিকান্ত দাস

টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হল। এবার টাকা তুললেই আঙুলে কালি দেওয়া হবে।। আজ থেকে কার্যকর এই নিয়ম। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে এই নিয়ম জারি হচ্ছে। মাইক্রো এটিএমের সংখ্যাও বাড়ানো হচ্ছে। বললেন অর্থসচিব শক্তিকান্ত দাস।

Updated By: Nov 15, 2016, 03:31 PM IST
‘টাকা বদলালেই আঙুলে কালি দেওয়া হবে’, বললেন অর্থসচিব শক্তিকান্ত দাস

ওয়েব ডেস্ক: টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হল। এবার টাকা তুললেই আঙুলে কালি দেওয়া হবে।। আজ থেকে কার্যকর এই নিয়ম। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে এই নিয়ম জারি হচ্ছে। মাইক্রো এটিএমের সংখ্যাও বাড়ানো হচ্ছে। বললেন অর্থসচিব শক্তিকান্ত দাস।

আরও পড়ুন বিয়ের কার্ড দেখালেই ব্যাঙ্ক থেকে ৫ লক্ষ টাকা তুলতে পারবেন!

নোট বদলাতে এ বার আঙুলে ভোটের কালি। চব্বিশে নভেম্বর পর্যন্ত যে কোনও ব্যাঙ্কে পরিচয়পত্র দেখিয়ে পাঁচশো-হাজারের নোটে সাড়ে চার হাজার টাকা বদলানো যাবে। এ বার থেকে এ ভাবে টাকা বদলাতে গেলে আঙুলে কালি লাগিয়ে দেবে ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থসচিব শক্তিকান্ত দাস আজ এ কথা জানিয়েছেন। কালো টাকার কারবারিরা যাতে লাইনে একই লোককে বারবার দাঁড় করিয়ে অচল টাকা বদলাতে না পারে সে জন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

আরও পড়ুন পাঁচশো এবং হাজার টাকার নোট বাতিল নিয়ে সেহবাগের দুর্দান্ত টুইট!

.