মধ্যবিত্তের ক্ষতে মলম দিতে একাধিক সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল মোদী সরকার

তিন রাজ্যে বিধানসভা ও লোকসভা ভোটের আগে সুদের হার বাড়াল কেন্দ্র।  

Updated By: Sep 20, 2018, 10:54 PM IST
মধ্যবিত্তের ক্ষতে মলম দিতে একাধিক সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল মোদী সরকার

নিজস্ব প্রতিবেদন: ভোট বড় বালাই। লোকসভা ও তিন রাজ্যে বিধানসভা ভোটের আগে মধ্যবিত্তের ক্ষতে মলম দেওয়ার চেষ্টা করলেন নরেন্দ্র মোদী। স্বল্প সঞ্চয়ে বাড়ল সুদ। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ও পোস্ট অফিস ডিপোজিটে সুদ বেড়েছে। দাম বাড়ছে তেলের। পাল্লা দিয়ে ডলারের নিরিখে অবমূল্যায়ন হচ্ছে টাকার। সামনেই ৩ রাজ্যে বিধানসভা ভোট। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আম-আদমির মন জয়ের চেষ্টাতেই সরকার সুদ বাড়াল বলে মনে করছে বিভিন্ন মহল।

সেঞ্চুরির মুখে পেট্রোল। ডিজেল বলছে আমিই বা কম কিসে! টাকার দাম তালানিতে।উত্‍সবের মরসুমে মাথা চাড়া দিচ্ছে মূল্যবৃদ্ধির আশঙ্কা। সামনেই আবার ভোট!  গত কয়েকবছরে স্বল্প সঞ্চয়ে ক্রমশ কমছে সুদের হার। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন প্রবীণ নাগরিকরা। অবশেষে ভোটের আগে কিছুটা সুদ বাড়াল সরকার। পিপিএফ-সহ স্বল্প সঞ্চয়ে ০.৪% সুদ বাড়ল। পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে সুদ বেড়ে হল ৮%।

কিষাণ বিকাশ পত্রে মিলবে ৭.৭% সুদ। ১১৮ মাসের বদলে মেয়াদ শেষ হবে ১১২ মাসে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় সুদ বাড়িয়ে ৮.৫% করা হয়েছে। ৫ বছরের স্থায়ী আমানত, রেকারিং ডিপোজিট এবং মান্থলি ইনকাম স্কিম - সবক্ষেত্রেই ০.৪% সুদ বেড়েছে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে নতুন সুদের হার ৮.৭%। বছরের তৃতীয় ত্রৈমাসিক, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মিলবে এই বাড়তি সুদ।   

পোস্ট অফিসে ১ থেকে ৩ বছর পর্যন্ত মেয়াদি আমানতে সুদ বেড়েছে ০.৩%। পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্টে সুদ আগের মতোই ৪% রাখা হয়েছে। স্টেট ব্যাঙ্ক-সহ একাধিক বেসরকারি ব্যাঙ্ক সম্প্রতি সুদ বাড়িয়েছে। সরকার বলছে বন্ডের আয়ের সঙ্গে সঙ্গতি রেখেই স্বল্প সঞ্চয়ে সুদ বাড়ানো হয়েছে। তবে, রাজনৈতিক মহলের মতে, আসল কারণটা অন্য। ৩ রাজ্যে বিধানসভা ভোট এবং লোকসভা নির্বাচনের আগে তেলের দামে জেরবার আম-জনতার ক্ষতে মলম দিতেই স্বল্প সঞ্চয়ে কিছুটা সুদ বাড়াল কেন্দ্র। 

জিএসটি এবং আয়করে সরকারের আয় লক্ষ্যমাত্রা ছোঁয়নি। তাই, পেট্রোপণ্যে উত্‍পাদন শুল্ক কমানো কঠিন। টাকার দামও সেভাবে সরকারের হাতে নেই। তাই, মধ্যবিত্তের ক্ষতে মলম দিতেই স্বল্প সঞ্চয়ে সুদ বৃদ্ধি বলে মনে করছে নানা মহল।

আরও পড়ুন- মোদীর উদ্বোধনের আগেই মনে জিতে নিল সিকিমের বিমানবন্দর, দেখুন ছবি

.