বিস্ফোরণ ইস্যুতে সংসদেও প্রশ্ন-জালে সরকার

হায়দরাবাদ বিস্ফোরণের রেশ পৌঁছল লোকসভাতেও। শুক্রবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরকার পক্ষকে এক হাত নেয়। সংসদ সদস্যরা প্রশ্ন তোলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কীভাবে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটল? এ বিষয়ে সরকারের কাছে জবাব চেয়েছেন বিরোধীরা।

Updated By: Feb 22, 2013, 04:54 PM IST

হায়দরাবাদ বিস্ফোরণের রেশ পৌঁছল লোকসভাতেও। শুক্রবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সরকার পক্ষকে এক হাত নেয়। সংসদ সদস্যরা প্রশ্ন তোলেন, আগাম সতর্কতা থাকা সত্ত্বেও কীভাবে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটল? এ বিষয়ে সরকারের কাছে জবাব চেয়েছেন বিরোধীরা।
হায়দারাবাদ বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬ জনের। আহত হয়েছেন ১১৭ জন। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইএকে। তদন্তে সাহায্য করবে অন্ধ্রপ্রদেশ পুলিস। আজ হায়দরাবাদ থেকে ফিরে লোকসভায় জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। তবে ঘটনার তদন্তে এখনও পর্যন্ত কোনও অগ্রগতির কথা জানাননি তিনি।
অন্যদিকে বিস্ফোরণ নিয়ে লোকসভায় শিন্ডের বিবৃতির কড়া সমালোচনা করছেন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। এ ধরনের রুটিন বিবৃতি সরকারের দায়সারা মনোভাবের পরিচয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সন্ত্রাসবাদীদের ধর্ম, রঙ না দেখে সন্ত্রাসের মোকাবিলা করা উচিত।
এ দিন দফায় দফায় উত্তাল হয় লোকসভা। সিপিআইএম সাংসদ বাসুদেব আচার্য ও মুলায়ম সিং যাদব এক সুরে প্রতিবাদ জাহির করেন। কোন ত্রুটির ফাঁক গলে ধারাবাহিক বিস্ফোরণ হল, তা নিয়ে প্রশ্ন শানিয়েছেন মুলায়ম। কেংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারকে কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেডি(ইউ) নেতা শরদ যাদব। নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কোনও ব্যবস্থা নেই বলে অভিযোগ তুলেছেন যাদব। তৃণমুল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মত, সরকার আত্ম-নির্ভরতায় ভুগছে।

.