৩০ মিনিট পর রেলস্টেশনে ওয়াই-ফাই পরিষেবার দাম নিচ্ছে গুগল

রেলস্টেশনে আর বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা নয়, জানাল গুগল। 

Updated By: Jan 7, 2018, 04:05 PM IST
৩০ মিনিট পর রেলস্টেশনে ওয়াই-ফাই পরিষেবার দাম নিচ্ছে গুগল

ওয়েব ডেস্ক: নির্বাচিত কয়েকটি রেলস্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা দেয় গুগল। দু'বছর পর এবার তারা পরিষেবার দাম নিতে শুরু করছে। ২০১৬ সালের জানুয়ারিতে মুম্বই সেন্ট্রাল স্টেশনে পরীক্ষামূলকভাবে বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা শুরু করেছিল গুগল। 

সরকারি টেলিকম সংস্থা রেলটেলের সঙ্গে গাঁটছড়া বেঁধে গুগল বর্তমানে দেশের ৪০০টি রেলস্টেশনে ওয়াই-ফাই পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে। তবে আর বিনামূল্যে ওয়াই-ফাই দেওয়া হচ্ছে না সংস্থার তরফে। মুম্বইয়ের বিভিন্ন স্টেশনে ২৪ ঘণ্টায় হাইস্পিড ইন্টারনেটের জন্য ১৯ টাকা দিতে হচ্ছে ব্যবহারকারীদের। ১৪৯ টাকায় ১ সপ্তাহ আনলিমিটেড হাইস্পিড ইন্টারেনেট পরিষেবা পাওয়া যাচ্ছে। 

আরও পড়ুন- তিন মাসের কাজ ৭ ঘণ্টায়, সেতুর পুনর্নির্মাণ করে তাক লাগাল রেল

তবে সবটাই এখনও ফেলো কড়ি মাখো তেল হয়ে যায়নি। এখন প্রথম ৩০ মিনিট বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা মিলছে। তারপর স্পিড কমে যাচ্ছে। গুগলের মুখপাত্র বলেন,''গ্রাহকদের থেকে পরিষেবার দাম নেওয়া হচ্ছে। পরীক্ষামূলকভাবে এটা করা হচ্ছে। ওয়াই-ফাই পরিষেবা চালিয়ে যেতে পেড মডেল প্রয়োজন।''  

.