আর কে নারয়নের জন্মদিনে গুগুলের মালগুড়ি ডেজ ডুডল
Updated By: Oct 10, 2014, 05:36 PM IST
জন্মদিনে ডুডলিংয়ের মাধ্যমে আর কে নারায়নকে স্মরণ করল গুগল ইন্ডিয়া। বিখ্যাত ঔপন্যাসিকের ১০৮ বছরের জন্মদিনে গুগল ইন্ডিয়ার পেজে দেখা যাচ্ছে একজন বয়স্ক লোক, যার মাধ্যমে আর কে নারানকেই বোঝাতে চেয়েছে গুগল, নিজের জনপ্রিয় ছোট গল্পের সঙ্কলন মালগুড়ি ডেজ পড়ছেন।
ডুডলে ক্লিক করলে তা যাচ্ছে আর কে নারায়নের গুগল সার্চ পেজে। যেখানে প্রথম লিঙ্কই নিয়ে যাবে আর কে নারায়ন ও তাঁর জনপ্রিয় বইয়ের পেজে। ১৯৮৬ সালে মালগুড়ি ডেজ নিয়ে তৈরি হয়েছিল জনপ্রিয় টিভি সিরিজ। লেখকের অন্যান্য জনপ্রিয় বইয়ের মধ্যে রয়েছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, দ্য ব্যাচেলর অফ আর্টস অ্যান্ড দ্য ইংলিশ টিচার। ১৯০৬ সালের ১০ অক্টোবর মাদ্রাজে জন্ম আর কে নারায়নের। ২০০১ সালের মে মাসে একই শহরে মারা যান নারায়ন।