হায়দরাবাদে পাকাপাকি বাসা বাঁধতে আসছে গুগল

রতে নিজের বাড়বাড়ন্তে খুশি হয়ে এদেশে পাকাপাকি ঘাঁটি গাড়তে উদ্যোগী হল গুগল। হায়দরাবাদে নিজেদের ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে চলেছে এই সার্চ ইঞ্জিন জায়েন্ট। ভারতের নবতম রাজ্য তেলেঙ্গানার পক্ষেও এটা বড় সুখবর।

Updated By: Dec 21, 2014, 10:43 PM IST
হায়দরাবাদে পাকাপাকি বাসা বাঁধতে আসছে গুগল

ওয়েব ডেস্ক: রতে নিজের বাড়বাড়ন্তে খুশি হয়ে এদেশে পাকাপাকি ঘাঁটি গাড়তে উদ্যোগী হল গুগল। হায়দরাবাদে নিজেদের ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নিতে চলেছে এই সার্চ ইঞ্জিন জায়েন্ট। ভারতের নবতম রাজ্য তেলেঙ্গানার পক্ষেও এটা বড় সুখবর।

সূত্রে খবর, গুগল ইতিমধ্যেই হায়দরাবাদে তাদের বড় এবং স্থায়ী ক্যাম্পাস তৈরির পথে অনেকটাই এগিয়েছে। আশা করা হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যেই তেলেঙ্গানা সরকারের সঙ্গে MoU স্বাক্ষর করবে পৃথিবীর এই অন্যতম বৃহত্তম টেক কোম্পানি।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পর হায়দরাবাদেই হতে চলেছে গুগলের তৃতীয় ক্যাম্পাস। পিটিআই-কে জানিয়েছেন তেলেঙ্গানার আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্যুনিকেশন প্রধান হারপ্রীত সিং।

বর্তমানে অবশ্য হায়দরাবাদে গুগলের বিশাল একটি অফিস আছে।

 

 

.