বিমান যাত্রীদের জন্য সুখবর!
বিমানে চড়বেন আজ বা আগামীদিনে? স্বপরিবারে ঘুরতে যাবেন কোথাও? অথচ, ব্যাগেজ বেশি হয়ে গেছে একটু? তাহলে আর চিন্তা নেই। এবার অতিরিক্ত ব্যাগেজের জন্য আর মোটাটাকা দিতে হবে না আপনার। সামান্য খরচেই সেই ব্যাগেজ আপনি সঙ্গে নিয়েই উঠতে পারবেন বিমানে।
ওয়েব ডেস্ক : বিমানে চড়বেন আজ বা আগামীদিনে? স্বপরিবারে ঘুরতে যাবেন কোথাও? অথচ, ব্যাগেজ বেশি হয়ে গেছে একটু? তাহলে আর চিন্তা নেই। এবার অতিরিক্ত ব্যাগেজের জন্য আর মোটাটাকা দিতে হবে না আপনার। সামান্য খরচেই সেই ব্যাগেজ আপনি সঙ্গে নিয়েই উঠতে পারবেন বিমানে।
সম্প্রতি, বিমানের ভাড়ার উপর নতুন কয়েকটি নিময় এনেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। সেই নিয়মের মধ্যেই রয়েছে এই অতিরিক্ত ব্যাগেজের বিষয়টি।
আগে অতিরিক্ত ব্যাগেজের জন্য প্রতি কিলোগ্রামের জন্য দিতে হত ৩০০ টাকা করে। এবার সেই টাকা কমেই হল ১০০ টাকা প্রতি কিলোগ্রামের জন্য।