দু`বছরে সর্বনিম্ন, রেকর্ড দাম কমল সোনার

নতুন বছরের শুরুতেই সুখবর। ফের দাম কমল সোনার। সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮২৫ টাকা বা ২.৯৫ শতাংশ কমে দাঁড়াল ২৭,১০০ টাকা। দু`বছর পর রেকর্ড নীচে নামল সোনার দাম।

Updated By: Apr 15, 2013, 01:11 PM IST

নতুন বছরের শুরুতেই সুখবর। ফের দাম কমল সোনার। সোমবার প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮২৫ টাকা বা ২.৯৫ শতাংশ কমে দাঁড়াল ২৭,১০০ টাকা। দু`বছর পর রেকর্ড নীচে নামল সোনার দাম।
গত সপ্তাহের শনিবার একধাক্কায় ১,২৫০ টাকা কমে ২৮, ৩৫০ টাকা হয়েছিল। তারপরে আজ আবার কমল সোনার দাম।
বিশ্ব বাজারে সোনা সহ অনান্য বহুমূল্য ধাতু ও রত্নের দাম কমার জন্যই দাম কমল সোনার।
আমেরিকার অর্থনীতিকে চাঙ্গা করতে নেওয়া একাধিক পদক্ষেপের ফলে বিশ্ব বাজারে সোনার দাম কমেছে। তবে পর পর তিন দফায় সোনার দাম কমার পর ফেডারেল রিজার্ভ পদক্ষেপগুলি পুনর্বিবেচনা করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
তবে নতুন বছরের সঙ্গে সঙ্গেই চলে এসেছে বিয়ের মরসুম। ভরা বিয়ের সিজনে সোনার দামে পতন আম আদমির মুখে হাসি ফোটাবেই।

.