বিমানের শৌচাগার থেকে উদ্ধার হল আড়াই কেজি সোনা

সোমবার দুবাই থেকে গোয়া গামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের শৌচালয় থেকে পাওয়া গেল আড়াই কেজি সোনা। সোনাটি শৌচালয়ের মধ্যে লুকানো ছিল বলে জানা গেছে শুল্ক অফিসারদের সিূত্রে। অফিসারেরা মনে করছেন যতটা সোনা পাওয়া গেছে তার বাজার দর প্রায় ৭০ লক্ষ টাকা।

Updated By: Aug 30, 2016, 10:01 AM IST
বিমানের শৌচাগার থেকে উদ্ধার হল আড়াই কেজি সোনা

ওয়েব ডেস্ক: সোমবার দুবাই থেকে গোয়া গামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের শৌচালয় থেকে পাওয়া গেল আড়াই কেজি সোনা। সোনাটি শৌচালয়ের মধ্যে লুকানো ছিল বলে জানা গেছে শুল্ক অফিসারদের সিূত্রে। অফিসারেরা মনে করছেন যতটা সোনা পাওয়া গেছে তার বাজার দর প্রায় ৭০ লক্ষ টাকা।

আরও পড়ুন- মহিলার অন্তর্বাস থেকে উদ্ধার হল ২ কেজি ১৬০ গ্রাম সোনা

শুল্ক কর্তারা জানিয়েছেন, তদন্তের স্বার্থে ওই বিমানের সকল কর্মীদের জেরা করা হতে পারে। বিমান পরিষেবা সংস্থার কাছ থেকে শুল্ককর্তারা যাত্রীদের তালিকাও নিয়ে নিচ্ছে, প্রয়োজন হলে তাঁদেরকেও জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত সোমবার অর্থাত্ ২২শে আগস্ট দিল্লি বিমান বন্দরে এক মহিলার অন্তর্বাস থেকে উদ্ধার হয়েছিল ২ কোটি ১৬০ গে্রাম সোনা যার বাজার দর ৬৪ লক্ষ ৩৮ হাজার ৯৬০ টাকা। সেই তদন্ত এখনও চলছে।

আরও পড়ুন- এই চিত্র পরিচালক পি ভি সিন্ধুর অলিম্পিক সাফল্যের উপর 'থুতু' দিতে চায়

.