'বাবা' রাম রহিম এখন জেলের মালি, দৈনিক মজুরি ৪০ টাকা

Updated By: Sep 3, 2017, 06:27 PM IST
'বাবা' রাম রহিম এখন জেলের মালি, দৈনিক মজুরি ৪০ টাকা

ওয়েব ডেস্ক : বিলাস-ব্যসনে অভ্যস্ত ছিল তার জীবন। আদালতের রায়ে আজ সে জেলের কয়েদি। দুটি পৃথক ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০ বছরের কারাবাস হয়েছে 'বাবা' রাম রহিম। এখন সে কয়েদি নাম্বার ৮৬৪৭। দৈনিক ৪০ টাকা মজুরিতে বাগানে কাজ করছে গুরমিত সিং।

রোহতকের সুনেইরিয়া জেলে বন্দি গুরমিত। ডেরার দুই সাধ্বীকে ধর্ষণের মামলায় ২৫ অগাস্ট দোষী সাব্যস্ত করা হয় তাকে। ২৮ অগাস্ট সাজা ঘোষণা করেন বিচারক। অভিযোগ উঠেছিল, জেলের মধ্যেও ভিআইপি সুবিধা পাচ্ছে গুরমিত। যদিও জেলের তরফে তা খারিজ করে দেওয়া হয়।

কোটিপতি 'বাবা' রহিম এখন জেলের আর পাঁচটা কয়েদির মতোই। জেলের অন্য কয়েদিদের যেমন কাজ করতে দেওয়া হয়, তাকেও তেমনই কাজ করতে দেওয়া হচ্ছে। জেল সূত্রে খবর, প্রথমে অবশ্য কোনও কাজ করতে রাজি ছিল না গুরমিত। জেল আধিকারিকদের 'বোঝানোর' পর কিছু কাজ করতে রাজি হয় সে। জেলের কারখানায় অথবা বাগানে কাজের মধ্যে সে দ্বিতীয়টাই বেছে নেয়।

আরও পড়ুন, প্রিয় হানিপ্রীতকে জেলে 'ম্যাসিও' হিসেবে চাইল 'বাবা' রাম রহিম

.