১৪ বছর পর অবশেষে ধরা পড়ল গোধরাকাণ্ডের প্রধান অভিযুক্ত

২০০২ সাল থেকে পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়ল ২০০২ গোধরা ট্রেন অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মহম্মদ ভানা। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই থেকে গোধরা যাওয়ার সময় ধরা পড়ে এই অভিযুক্ত।

Updated By: May 18, 2016, 11:06 PM IST
১৪ বছর পর অবশেষে ধরা পড়ল গোধরাকাণ্ডের প্রধান অভিযুক্ত

ওয়েব ডেক্স : ২০০২ সাল থেকে পালিয়ে থাকার পর অবশেষে ধরা পড়ল ২০০২ গোধরা ট্রেন অগ্নিসংযোগের ঘটনায় প্রধান অভিযুক্ত ফারুক মহম্মদ ভানা। আজ তাকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই থেকে গোধরা যাওয়ার সময় ধরা পড়ে এই অভিযুক্ত।

২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ভানার বিরুদ্ধে। এই ঘটনায় ৫৯ জন করসেবক প্রাণ হারায়। তার জেরে ভয়াবহ হিংসার আগুন জ্বলে ওঠে গুজরাতে। ধৃতের বিরুদ্ধে এফআইআরে গোধরা স্টেশনে অন্যান্য অভিযুক্তদের সঙ্গে হাত মিলিয়ে ওই ট্রেনে আগুন লাগানোর ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে।

২০১১ সালে নিম্ন আদালত এই ঘটনায় ১১ জনকে মৃত্যুদণ্ড দেয়। এছাড়াও ২০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে, সেই রায়ের বিরুদ্ধে অভিযুক্তরা হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা করে।

.