দার্জিলিংয়ে বিজেপি প্রার্থীকে সমর্থন করবে মোর্চা, গুরুংকে পাশে বসিয়ে ঘোষণা রাজনাথের

লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। দিল্লিতে মোর্চা নেতা বিমল গুরংয়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। দু`জনের বৈঠকের শেষে ঘোষণা বিজেপি।

Updated By: Mar 10, 2014, 05:47 PM IST

লোকসভা নির্বাচনে দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। দিল্লিতে মোর্চা নেতা বিমল গুরংয়ের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং। দু`জনের বৈঠকের শেষে ঘোষণা বিজেপি।

রাজনাথ সিং বলেন, ``দার্জিলিং আসনে বিজেপিও প্রার্থীকে সমর্থন দেবে গোর্খা জনমুক্তি মোর্চা।" বিজেপির পাশে দাঁড়ানোয় মোর্চা নেতৃত্বকে ধন্যবাদ জানান রাজনাথ। দার্জিলিং আসনে কোন রাজনৈতিক সমিকরণে লড়বে মোর্চা তা নিয়ে গত কয়েক দিন ধরে রাজনৈতিক দলগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করছিলেন নেতারা। তৃণমূল প্রার্থী বাইচুং ভূটিয়া বিমল গুরুংকে ফোন করে সমর্থনও চেয়েছিলেন। কিন্তু তৃণমূলের অন্দরে বিবাদের জেরে পরে বয়ান বদল করতে হয় বাইচুংকে।

দিল্লিতে গিয়ে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলার মাঝে কংগ্রেসের সঙ্গেও কথা বলেন গোর্খা নেতারা। তবে রাজনৈতিক মহলের মত দার্জিলিং আসনে বিজেপি-মোর্চা এক জোটে লড়লেও কাকে প্রার্থী করা হবে তানিয়ে ভাবনাচিন্তা চলছে। বিজেপি সূত্রে খবর, কোনও ভূমি পুত্রকে পাহার থেকে না দাঁড় করিয়ে সঙ্গিতকার বাপ্পি লাহিড়ীকে প্রার্থী করা হতে পারে।

মোর্চা -বিজেপির আঁতাতকে প্রকাশ্যে তেমন গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেবের মন্তব্য, দুহাজার নয়ের লোকসভা ভোটে বিজেপি-র হাত ধরেছিল মোর্চা।

.