বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তি নির্ভর ভারত গঠনে সাহায্য করবে জার্মানি, মোদীকে আশ্বাস মর্কেলের

বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তি নির্ভর হতে ভারতকে সাহায্য করবে জার্মানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আশ্বাস দিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। দুই রাষ্ট্রনেতার উপস্থিতিতে দিল্লি ও বার্লিনের মধ্যে এক মউ স্বাক্ষর হয়েছে। স্থির হয়েছে সৌরশক্তি নির্ভরশীল হতে ভারতকে পাঁচ বছরে সাত হাজার তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা দেবে জার্মানি। পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমাতে কয়েকদিন আগেই শক্তিক্ষেত্রে কার্বন ক্যাপ বসানোর সম্মতি দিয়েছে ভারত। ভারতের পুনর্ব্যবহার্য শক্তি ব্যবহারের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে জার্মানি।    

Updated By: Oct 6, 2015, 04:33 PM IST
বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তি নির্ভর ভারত গঠনে সাহায্য করবে জার্মানি, মোদীকে আশ্বাস মর্কেলের

ব্যুরো: বিদ্যুতের চাহিদা মেটাতে সৌরশক্তি নির্ভর হতে ভারতকে সাহায্য করবে জার্মানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই আশ্বাস দিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। দুই রাষ্ট্রনেতার উপস্থিতিতে দিল্লি ও বার্লিনের মধ্যে এক মউ স্বাক্ষর হয়েছে। স্থির হয়েছে সৌরশক্তি নির্ভরশীল হতে ভারতকে পাঁচ বছরে সাত হাজার তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা দেবে জার্মানি। পরিবেশে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমাতে কয়েকদিন আগেই শক্তিক্ষেত্রে কার্বন ক্যাপ বসানোর সম্মতি দিয়েছে ভারত। ভারতের পুনর্ব্যবহার্য শক্তি ব্যবহারের সিদ্ধান্তকেও স্বাগত জানিয়েছে জার্মানি।    

.