সেনার `অরাজনৈতিক চরিত্র` রাখার অঙ্গীকার বিক্রম সিংয়ের

অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান হিসাবে কাজ শুরু করলেন জেনারেল বিক্রম সিং। শুক্রবার সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানাতে দিল্লির ইন্ডিয়া গেটে যান তিনি। গার্ড অফ অনার-এর পর মিডিয়ার মুখোমুখি হয়ে ভারতীয় সেনাবাহিনীর `অরাজনৈতিক চরিত্র` বজায় রাখার উপর জোর দেন তিনি।

Updated By: Jun 1, 2012, 01:36 PM IST

অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধান হিসাবে কাজ শুরু করলেন জেনারেল বিক্রম সিং। শুক্রবার সকালে অমর জওয়ান জ্যোতিতে শ্রদ্ধা জানাতে দিল্লির ইন্ডিয়া গেটে যান তিনি। গার্ড অফ অনার-এর পর মিডিয়ার মুখোমুখি হয়ে ভারতীয় সেনাবাহিনীর `অরাজনৈতিক চরিত্র` বজায় রাখার উপর জোর দেন তিনি। গতকালই সাউথ ব্লকে তাঁর হাতে ভারতীয় সেনার দায়িত্বভার তুলে দেন বিদায়ী সেনাপ্রধান বিজয়কুমার সিং। ঐতিহ্যশালী শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অফিসার বিক্রম সিংহ আগামী ২ বছর ৩ মাস সেনাপ্রধানের পদে থাকবেন।
১৯৭২ সালের ৩১ মার্চ প্রশিক্ষণ শেষে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন বিক্রম সিং। সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হওয়ার আগে তিনি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চার্জ পদে ছিলেন। পরম বিশিষ্ট সেনা মেডেল, উত্তম যুদ্ধ সেব মেডেল-সহ একাধিক সেনা-পদক বিজেতা জেনারেল বিক্রম সিং দ্বিতীয় শিখ অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ পদে আসীন হলেন। এর আগে ২০০৫ সালের জানুয়ারি মাসে প্রথম শিখ সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল জে জে সিং।

.