Gautam Adani: মুকেশ আম্বানিকে টপকে ভারতের সবচেয়ে ধনী এখন গৌতম আদানি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির খেতাব পুনরুদ্ধার করলেন ভারতীয় শিল্পপতি ও আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, গতকাল, শনিবার সন্ধে ৬টা পর্যন্ত ভারতীয় এই ধনকুবেরের সম্পদের পরিমাণ ১১১ বিলিয়ন বা ১১ হাজার ১০০ কোটি ডলার। অন্য দিকে, মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ১০ হাজার ৯০০ কোটি ডলার।

আরও পড়ুন: Advisory on Bird Flu: নতুন আতঙ্ক? বার্ড ফ্লু নিয়ে সতর্কতা জারি প্রশাসনের...

ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হওয়ার পাশাপাশি গৌতম আদানি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় ১১তম স্থানে আছেন। আদানি গ্রুপের শেয়ারের উল্লেখযোগ্য বৃদ্ধিতেই মূলত মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। গতকাল শুক্রবার আদানি গ্রুপের শেয়ারের দাম বাড়ে। 

মার্কিন বিনিয়োগবিষয়ক সংস্থা জেফারিস জানান, আদানি গ্রুপ নিজেদের ব্যবসার পরিধি সম্প্রসারণের পরিকল্পনা করছে। ব্যস! এই খবর ছড়াতেই আদানির শেয়ারে ইতিবাচক সাড়া দেয় শেয়ারবাজার। এতে বিনিয়োগকারীর সম্পদে যুক্ত হয় ১ লাখ ২৩ হাজার কোটি টাকা। আদানি গ্রুপের মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৯৪ হাজার কোটি টাকা। দিনের লেনদেন শেষ হওয়া পর্যন্ত আদানি গোষ্ঠীর মোট মূলধন দাঁড়ায় ১৭ লাখ ৫১ হাজার কোটি টাকায়। আদানি গ্রুপের সম্পদে যোগ হয়েছে ৮৪ হাজার ৬৪ কোটি টাকা।

এ সপ্তাহের শুরুতে গৌতম আদানি তাঁর আদানি গ্রুপের ভবিষ্যৎ সম্পর্কে কিছু আশার কথা ব্যক্ত করেছিলেন। সেই সময়ে তিনি বলেছিলেন, বাজারের নানা ঝড় থেকে ঘুরে দাঁড়ানোয় কোম্পানির সামনে আসছে সেরা সময়। আর সেইসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার মাধ্যমে আদানি গ্রুপ আগের চেয়েও আরও শক্তিশালী হয়েছে।

আরও পড়ুন: Rahul Ghandhi on Exit Poll: 'একজিট পোল নয়, এটা মোদী মিডিয়া পোল', কত আসন পারে ইন্ডিয়া ব্লক বলে দিলেন রাহুল

প্রসঙ্গত, এর আগে, ২০২১ সালের নভেম্বরে আদানির কাছে শীর্ষ ধনীর সিংহাসন হারিয়েছিলেন আম্বানি। তখনকার হিসাবে জানা যায়, আগের দুই বছরে আদানির সম্পদবৃদ্ধির পরিমাণ ছিল বিপুল। আবারও তেমন এক পর্ব এসে পৌঁছেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

English Title: 
Gautam Adani overtakes Mukesh Ambani to become richest Indian richest Asian
News Source: 
Home Title: 

মুকেশ আম্বানিকে টপকে ভারতের সবচেয়ে ধনী এখন গৌতম আদানি...

Gautam Adani: মুকেশ আম্বানিকে টপকে ভারতের সবচেয়ে ধনী এখন গৌতম আদানি...
Yes
Is Blog?: 
No
Section: