একদিনে আয় ১,৬১২ কোটি, দেশের ধনীতম ব্যক্তি গৌতম আদানি
গত পাঁচ বছরে, গৌতম আদানি দ্বিতীয় স্থান থেকে ভারতের ধনী তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন। হুরুন ইন্ডিয়া বলেছে, ‘গত পাঁচ বছরের তুলনা করলে কিছু বিলিয়নেয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গৌতম আদানি এবং তার ভাই এদের মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্যভাবে র্যাঙ্কিংয়ে উঠে এসেছে। গৌতম আদানি ২০১৮ সালের অষ্টম স্থান থেকে বর্তমানে এক নম্বর স্থানে উঠে এসেছেন। তার সম্পদ ১৫.৪ গুণ বেড়েছে। অন্যদিকে তার ভাই বিনোদ ৪৯ তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২২-এর হিসাব অনুযায়ী বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি আদানি গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানি। গত বুধবার অর্থাৎ সেপ্টেম্বর মাসের ২১ তারিখ এই তালিকা প্রকাশ পায়। অন্যান্য শীর্ষ বিলিয়নেয়ারদের পেছনে ফেলে তালিকায় গৌতম আদানি শীর্ষস্থানে উঠে এসেছেন। তালিকা বেরনোর দিনে এই খবর জানা গিয়েছে। আদানি গ্রুপের ৬০ বছর বয়সী এই চেয়ারপার্সন তার সমস্ত সমসাময়িকদের পরাজিত করেছেন এবং ১০,৯৪,৪০০ কোটি টাকার সম্পদ নিয়ে হুরুন ইন্ডিয়ার ধনী তালিকার শীর্ষস্থানে চলে এসেছেন। গত এক বছরে, আদানির সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। ১১৬ শতাংশে বেড়েছে তাঁর সম্পদ। যা তার ব্যবসায় বিভিন্ন অধিগ্রহণ এবং স্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে তৈরি হয়েছ।
জানা গিয়েছে, গৌতম আদানি গত এক বছরে তার সম্পদ পোর্টফোলিওতে ৫,৮৮,৫০০ কোটি টাকা যোগ করেছেন। গত পাঁচ বছরে, গৌতম আদানির সম্পদ ১,৪৪০ শতাংশ বেড়েছে। হুরুন ইন্ডিয়া তার প্রতিবেদনে এই খবর জানিয়েছে।
হুরুন ইন্ডিয়ার তালিকা থেকে জানা গিয়েছে যে ২০২১ সালে আদনি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্রতিদিন নিজের সম্পদে ১,৬১২ কোটি টাকা যোগ করেছেন।
হুরুন ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘আদানি গোষ্ঠীর সাতটি পাবলিকলি ট্রেড কোম্পানির সম্মিলিত বাজার মূল্য, গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাইনিং-টু-এনার্জি গোষ্ঠী সবুজ শক্তিতে ৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার এবং বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য উৎপাদক হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে’।
গত পাঁচ বছরে, গৌতম আদানি দ্বিতীয় স্থান থেকে ভারতের ধনী তালিকায় প্রথম স্থানে উঠে এসেছেন। হুরুন ইন্ডিয়া বলেছে, ‘গত পাঁচ বছরের তুলনা করলে কিছু বিলিয়নেয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং তাদের কোম্পানিগুলি অভূতপূর্ব গতিতে সম্পদ তৈরি করার ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। গৌতম আদানি এবং তার ভাই এদের মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্যভাবে র্যাঙ্কিংয়ে উঠে এসেছে। গৌতম আদানি ২০১৮ সালের অষ্টম স্থান থেকে বর্তমানে এক নম্বর স্থানে উঠে এসেছেন। তার সম্পদ ১৫.৪ গুণ বেড়েছে। অন্যদিকে তার ভাই বিনোদ ৪৯ তম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত! এবার থেকে সুপ্রিম কোর্টের শুনানি দেখা যাবে লাইভ...
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, আদানি টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্কের পরের স্থানেই রয়েছেন। তার ১৫০ বিলিয়ন ডলার রিয়েল টাইম সম্পদ রয়েছে যা তাঁকে এই স্থানে উঠে আসতে সাহায্য করেছে। গত সপ্তাহে, আদানি সম্পদের নিরিখে অ্যামাজনের জেফ বেজোসকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
২০২২ সালের ক্যালেন্ডার বছরে, আদানি তার সম্পদে ৭০ বিলিয়ন ডলারেরও বেশি যোগ করেছে। বিশ্বের ১০টি ধনী ব্যক্তিদের মধ্যে শুধুমাত্র তিনিই একজন যার এই বছর মোট সম্পদ বৃদ্ধি পেয়েছে।
ভারতে বিভিন্ন খাতে গৌতম আদানির ব্যবসা রয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে গ্রিন এনার্জি, সবই রয়েছে এর মধ্যে। বর্তমানে তিনি বিকল্প জ্বালানির ব্যবসায় মনোনিবেশ করছেন।