বিষাক্ত মিথেন গ্যাস লিক করে ৫ জনের মৃত্যু ভিলাইতে, অসুস্থ কমপক্ষে ৪০

ভিলাই স্টিল প্লান্টে মিথেন গ্যাসের পাইপ লিক করে মৃত্যু হল অন্তত ৫ জনের। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় কমপক্ষে ৪০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ ঘটে দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বেশি।

Updated By: Jun 12, 2014, 11:38 PM IST

ভিলাই স্টিল প্লান্টে মিথেন গ্যাসের পাইপ লিক করে মৃত্যু হল অন্তত ৫ জনের। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় কমপক্ষে ৪০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ ঘটে দুর্ঘটনা। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বেশি।

ঘটনার পরই দুর্ঘটনাস্থালে ছুটে যায় দমকল, পুলিস ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। মৃতদের পরিচয় না জানা গেলেও মনে করা হচ্ছে তাঁরা সকলেই ভিলাই স্টিল প্ল্যান্টের কর্মী। স্টিল প্লান্টের ৯ নম্বর সেক্টরে প্লান্টের হাসপাতালেই অসুস্থদের ভর্তি করা হয়েছে। অন্তত ১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

.