পাঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে ফের বিস্ফোরণ, পাওয়া গেল গ্রেনেড বিস্ফোরণের শব্দও
পাঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে ফের বিস্ফোরণ। গ্রেনেড বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের শব্দ পেয়েই এয়ার বেসের মধ্যে পাল্টা মোকাবিলার প্রস্তুতিতে এনএসজি ও পুলিস। নতুন করে ফের জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে।বেশকয়েকজন জখম হওয়ারও খবর মিলেছে
ওয়েব ডেস্ক: পাঠানকোটের বায়ুসেনার ঘাঁটিতে ফের বিস্ফোরণ। গ্রেনেড বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। বিস্ফোরণের শব্দ পেয়েই এয়ার বেসের মধ্যে পাল্টা মোকাবিলার প্রস্তুতিতে এনএসজি ও পুলিস। নতুন করে ফের জঙ্গি হামলার আশঙ্কা তৈরি হয়েছে।বেশকয়েকজন জখম হওয়ারও খবর মিলেছে
পাঠানকোটে বায়ুসেনার ছাউনিতে জঙ্গি হানার ঘটনায় শহীদ হয়েছেন কুলবন্ত সিং এবং ক্যাপ্টেন ফতেহ সিং। ক্রীড়াক্ষেত্রেও দেশকে বেশ কয়েকটি পদক এনে দিয়েছিলেন ফতেহ সিং। ১৯৯৫ দিল্লিতে প্রথম কমনওয়েলথ গেমসে সোনা ও রূপো জেতেন তিনি। দুহাজার নয়ে দোগরা রেজিমেন্ট থেকে সুবেদার পদে অবসর গ্রহণের পর ভারতীয় সেনার নিরাপত্তাবাহিনীতে যোগ দেন ফতেহ সিং। প্রথম দিকে আর্মি ওয়ার কলেজে কর্তব্যরত থাকলেও গত দুবছর ধরে পাঠানকোটেই ছিলেন তিনি। নিহত হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছে কুবন্ত সিংয়ের পরিবারও।